ইন্দোর, 13 নভেম্বর: বাইশ গজে মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সেই আশঙ্কাই যেন বাস্তব হয়ে ধরা দিল বুধের হোলকার স্টেডিয়ামে ৷ বাইশ গজে প্রত্যাবর্তনে ছন্দহীন মহম্মদ শামি ৷ অন্তত প্রথমদিন হাত ঘোরানোর নিরিখে ৷ বাংলা 228 রানে অলআউট হওয়ার পর প্রথমদিন ইন্দোরে এদিন 10 ওভার হাত ঘোরালেন বঙ্গ পেসার ৷ একটি মেডেন নিলেও উইকেটের ভাঁড়ার শূন্য শামির ৷ খরচ করলেন 34 রান ৷
কেবল শামি নয় ৷ গত দু'ম্য়াচে ভালো বোলিং উপহার দেওয়া ঈশান পোড়েল, ঋষভ বিবেকের অনুপস্থিতিতে এদিন সার্বিকভাবে ব্য়র্থ বাংলার বোলিং লাইন-আপ ৷ আর সেই সুযোগে প্রথমদিনের শেষে 30 ওভারে মাত্র এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 103 রানে তুলে ফেলেছে মধ্যপ্রদেশে ৷ ফলত প্রথমদিনের শেষে বাংলা নিঃসন্দেহে ব্য়াকফুটে ৷ বাংলার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শামির তুতো ভাই মহম্মদ কাইফ ৷ তবে এই ম্য়াচে সবচেয়ে বেশি নজর ছিল যাঁর দিকে, সেই শামি কাজের কাজ কিছু করতে না-পারায় হতাশ বাংলার ক্রিকেট অনুরাগীরা ৷