গোয়ালিয়র, 7 অক্টোবর: দেশের নয়া বোলিং সেনসেশন ময়াঙ্ক যাদবের আন্তর্জাতিক অভিষেক হয়ে গেল রবিবাসরীয় গোয়ালিয়রে ৷ আর নবনির্মিত মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামে অভিষেকে দিল্লি পেসার জানান দিলেন লম্বা রেসের ঘোড়া তিনি ৷ আন্তর্জাতিক অভিষেকের প্রথম ওভার মেডেন নেওয়ার পর দ্বিতীয় ওভারে প্রথম আন্তর্জাতিক উইকেট ৷ সবমিলিয়ে রবিবার গোয়ালিয়রে স্বপ্নের মত গিয়েছে ময়াঙ্কের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ৷ আর অভিষেকের আগের মুহূর্তে কোচ গৌতম গম্ভীর কী বলেছিলেন তাঁকে? তা ম্য়াচ শেষে জানালেন দেশের নয়া স্পিডস্টার ৷
ময়াঙ্ক জানান চোট সারিয়ে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট না-খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সহজ ছিল না ৷ লখনউ সুপার জায়ান্ট ক্রিকেটার জিও সিনেমাকে বলেন, "আমি উৎসাহী ছিলাম বটে তবে সেইসঙ্গে স্নায়ুর চাপও কাজ করছিল ৷ কারণ চোটের পর এটাই প্রথম মাঠে ফেরা ছিল আমার ৷ চোট থেকে সুস্থ হয়ে কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট না-খেলে সরাসরি আন্তর্জাতিক অভিষেক ৷ সেই কারণেই স্নায়ুর চাপ কাজ করছিল ৷"