লেইপজিগ, 25 জুন: অতিরিক্ত সময়ে ভূরি-ভূরি গোল দেখছে চলতি ইউরো ৷ যা কেবল ম্যাচের নয়, বদলে দিচ্ছে পুরো গ্রুপের চিত্রটাই ৷ সোমবার রাতেও একই ঘটনার সাক্ষী রইল গ্রুপ-বি ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে 90 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে সেমিফাইনাল কার্যত পাকা করে ফেলেছিল ক্রোটরা ৷ কিন্তু 98 মিনিটে (90+8) গিয়ে হিসেব পালটে দিলেন মাত্তিয়া জ্যাকাগনি ৷ দর্শনীয় গোলে ইতালিকে কেবল নক-আউটেই তুললেন না, ল্যাজিও মিডফিল্ডারের গোলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের প্রহর গুনছে ক্রোয়েশিয়া ৷ ইতালি-ক্রোয়েশিয়া শেষ হল 1-1 গোলে ৷
তুল্যমূল্য লড়াই হলেও প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই ৷ তেকাঠির নীচে বেশ ব্যস্তই ছিলেন দু'দলের গোলরক্ষক ৷ এর মধ্যে সবচেয়ে সহজ সুযোগটি এসেছিল ইতালির আলেসান্দ্রো বাস্তোনির কাছে ৷ 28 মিনিটে কর্নার থেকে আক্রমণ দানা বাঁধে ইতালির ৷ নিকোলো বারেলার ভাসানো বলে ইন্টার মিলান ডিফেন্ডারের জোরালো হেড দুরন্ত ক্ষিপ্রতায় রুখে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক ৷