পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নাটকীয় ড্র'য়ে নক-আউটে ইতালি, মদ্রিচ ম্যাজিকেও ইউরো থেকে বিদায়ের শঙ্কা ক্রোটদের - EURO 2024 - EURO 2024

Croatia vs Italy: লুকা মদ্রিচের গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ৷ সংযুক্তি সময়ে গোল শোধ করে ক্রোয়েশিয়ার নক-আউটে যাওয়ার পথে কাঁটা বিছিয়ে দিলেন মাত্তিয়া জ্যাকাগনি ৷ ড্র করে যদিও পরের পর্ব নিশ্চিত করল আজ্জুরি ব্রিগেড ৷ প্রি-কোয়ার্টারে সুইজারল্যান্ডের মুখোমুখি তাঁরা ৷

EURO 2024
গোলের উচ্ছ্বাস জ্যাকাগনির (ইতালি ফুটবল দল-এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 7:59 AM IST

লেইপজিগ, 25 জুন: অতিরিক্ত সময়ে ভূরি-ভূরি গোল দেখছে চলতি ইউরো ৷ যা কেবল ম্যাচের নয়, বদলে দিচ্ছে পুরো গ্রুপের চিত্রটাই ৷ সোমবার রাতেও একই ঘটনার সাক্ষী রইল গ্রুপ-বি ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে 90 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে সেমিফাইনাল কার্যত পাকা করে ফেলেছিল ক্রোটরা ৷ কিন্তু 98 মিনিটে (90+8) গিয়ে হিসেব পালটে দিলেন মাত্তিয়া জ্যাকাগনি ৷ দর্শনীয় গোলে ইতালিকে কেবল নক-আউটেই তুললেন না, ল্যাজিও মিডফিল্ডারের গোলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের প্রহর গুনছে ক্রোয়েশিয়া ৷ ইতালি-ক্রোয়েশিয়া শেষ হল 1-1 গোলে ৷

তুল্যমূল্য লড়াই হলেও প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই ৷ তেকাঠির নীচে বেশ ব্যস্তই ছিলেন দু'দলের গোলরক্ষক ৷ এর মধ্যে সবচেয়ে সহজ সুযোগটি এসেছিল ইতালির আলেসান্দ্রো বাস্তোনির কাছে ৷ 28 মিনিটে কর্নার থেকে আক্রমণ দানা বাঁধে ইতালির ৷ নিকোলো বারেলার ভাসানো বলে ইন্টার মিলান ডিফেন্ডারের জোরালো হেড দুরন্ত ক্ষিপ্রতায় রুখে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক ৷

দ্বিতীয়ার্ধে 55 মিনিটে লুকা মদ্রিচের গোলটিও নাটকীয়তায় ভরপুর ৷ কারণ, ঠিক আগের মুহূর্তে পেনাল্টি থেকে রিয়াল মাদ্রিদ তারকার শট রুখে দেন ইতালি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা ৷ কিন্তু ওই আক্রমণ থেকেই গোল তুলে নেয় ক্রোয়েশিয়া ৷ আন্তে বুদিমিরের প্রয়াস দোনারুম্মা পুনরায় দুরন্ত সেভ করলে বল গিয়ে জমা পড়ে মদ্রিচের পায়ে ৷ ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি তিনি ৷

এই অবস্থায় ম্যাচ শেষ হলে নক-আউটে পৌঁছে যেত ক্রোটরা ৷ কিন্তু মদ্রিচদের স্বপ্নে জল ঢেলে দেন জ্যাকাগনি ৷ 94 মিনিটে রিকার্ডো ক্যালাফিয়োরির সাজিয়ে দেওয়া বল বক্সের মধ্যে থেকে দর্শনীয় সোয়ার্ভং শটে জালে রাখেন তিনি ৷ ড্র'য়ের ফলে তিন ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ 'বি'তে দ্বিতীয়স্থানে শেষ করল ইতালি ৷ প্রি-কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ৷ অন্যদিকে খাতায়-কলমে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা ক্রোয়েশিয়ার থাকলেও তা ক্ষীণ ৷

ABOUT THE AUTHOR

...view details