করাচি, 22 ফেব্রুয়ারি:ভারতীয় দল যেহেতু সেদেশের মাটিতে খেলতে অস্বীকার করেছে, তাই প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেডিয়ামগুলোতে ভারতের পতাকা উত্তোলনে অস্বীকার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ এই মর্মে সামনে এসেছিল পিসিবি'র এক সূত্রের বক্তব্যও ৷ বিতর্কে পিছু হটে পরে অবশ্য পাকভূমে উড়েছে ভারতের পতাকা ৷ কিন্তু টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আবারও মুখ পুড়ল পাকিস্তানের ৷ যে বিতর্কের কেন্দ্রে ভারতের জাতীয় সঙ্গীত ৷ শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম ইংল্য়ান্ড দ্বৈরথের আগে ভুল করে বেজে উঠল 'জন-গণ-মন' ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
লাহোরে এদিন চ্য়াম্পিয়ন্স ট্রফির মিনি অ্যাশেজ শুরুর আগে রীতি মেনে জাতীয় সঙ্গীতের জন্য সমবেত হয় দুই দল ৷ ইংল্য়ান্ডের জাতীয় সঙ্গীত 'গড সেভ দ্য কিং' সম্পন্ন হয় নির্বিঘ্নেই ৷ এরপর বিপত্তি বাঁধে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত 'অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার' শুরু হওয়ার আগে ৷ কয়েক সেকেন্ডের জন্য গদ্দাফি স্টেডিয়ামে বেজে ওঠে 'জন-গণ-মন-অধিনায়ক' ৷ যার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আয়োজকদের মুণ্ডপাত শুরু করেছেন নেটিজেনরা ৷ স্টেডিয়ামেও তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ৷