লখনউ, 30 মার্চ:কুইন্টন ডি'কক 54, নিকোলাস পুরাণ 42, ক্রুণাল পান্ডিয়া 43 ৷ ত্রয়ীর অনবদ্য ব্যাটিং এদিন তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা ৷ ঘরের মাঠে এদিন অধিনায়ক কেএল রাহুলের ব্যাট জ্বলে না-উঠলেও দুরন্ত ব্যাটিং সুপার জায়ান্টসের অন্য ব্যাটারদের ৷ প্রথমে ব্যাট করে 20 ওভার শেষে লখনউয়ের স্কোর 8 উইকেটের বিনিময়ে 199 ৷ রান তাড়া করতে নেমে পালটা দুরন্ত ব্যাটিং শিখর ধাওয়ানের ৷ যদিও অধিনায়কের ব্যাটেও শেষরক্ষা হয়নি ৷ ময়াঙ্ক যাদব ও মহসিন খানের দাপটে 178 রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস ৷ প্রথম ম্যাচে রাজস্থানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল সঞ্জীব গোয়েঙ্কার দল ৷
জনি বেয়ারস্টোকে সঙ্গে করে ওপেনিংয়ে নেমে শিখর ধাওয়ান ৷ পঞ্জাবের এদিন প্রথম উইকেট পরে 12 ওভারে ৷ 42 রানে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো ৷ তবে অর্ধশতরান পূর্ণ করেন গব্বর ৷ রান তাড়া করতে নেমে 50 বলে 70 রানের ইনিংস খেলেন ধাওয়ান ৷ 7টি চার ও 3টি ছয় এসেছে শিখরের ব্যাটে ৷ পঞ্জাবের 3টি উইকেট নেন ময়াঙ্ক যাদব ৷ অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি ৷ জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং ও জিতেশ শর্মাকে ফেরান লখনউয়ের বোলার ময়াঙ্ক ৷ ধাওয়ানকে তুলে নেন মহসিন খান ৷