বেঙ্গালুরু, 17 অক্টোবর: বৃষ্টির কারণে বুধবার দিনের পুরোটাই ঢাকা ছিল চিন্নাস্বামীর পিচ ৷ এমন পরিস্থিতিতে স্যাঁতসেঁতে বাইশ গজের সুবিধা নিয়ে বিপক্ষ ব্য়াটারদের উপর ছড়ি ঘোরাতে পারতেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু বৃহস্পতিবার চিন্নাস্বামীতে টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই নাক সিঁটকেছিলেন অনেকে ৷ আর ভারত ব্যাটে নামতেই চিন্নাস্বামীর বাইজ গজে আগুন ঝরালেন নিউজিল্যান্ড পেসাররা ৷ ম্যাট হেনরি, উইলিয়াম ও'রুরকেদের দাপটে 46 রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ সেইসঙ্গে ভারতের নামের সঙ্গে জুড়ে গেল একাধিক অবাঞ্ছিত রেকর্ড ৷
1. টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন স্কোরের নজির এদিন গড়ে ফেলল ভারতীয় দল ৷ প্রথম দুই সর্বনিম্ন স্কোর এসেছিল অ্যাডিলেডে (36) 2020 সালে ৷ ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এসেছিল লর্ডসে (42) 1974 সালে ৷
2. দেশের মাটিতে ভারতের তো বটেই, যে কোনও দলেরই টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর এটি ৷