পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

46-এ অলআউট, চিন্নাস্বামীতে একাধিক অবাঞ্ছিত নজিরে নাম তুলল ভারত - INDIA VS NEW ZEALAND 1ST TEST

কিউয়ি পেস অ্যাটাকের সামনে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে পঞ্চাশেরও আগে গুটিয়ে গেল ভারত ৷ কী কী অযাচিত রেকর্ডে নাম তুলল রোহিতব্রিগেড? রইল একনজরে ৷

INDIA vs NEW ZEALAND 1st TEST
বেঙ্গালুরুতে 46 রানে অলআউট ভারত (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 17, 2024, 4:09 PM IST

বেঙ্গালুরু, 17 অক্টোবর: বৃষ্টির কারণে বুধবার দিনের পুরোটাই ঢাকা ছিল চিন্নাস্বামীর পিচ ৷ এমন পরিস্থিতিতে স্যাঁতসেঁতে বাইশ গজের সুবিধা নিয়ে বিপক্ষ ব্য়াটারদের উপর ছড়ি ঘোরাতে পারতেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু বৃহস্পতিবার চিন্নাস্বামীতে টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই নাক সিঁটকেছিলেন অনেকে ৷ আর ভারত ব্যাটে নামতেই চিন্নাস্বামীর বাইজ গজে আগুন ঝরালেন নিউজিল্যান্ড পেসাররা ৷ ম্যাট হেনরি, উইলিয়াম ও'রুরকেদের দাপটে 46 রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ সেইসঙ্গে ভারতের নামের সঙ্গে জুড়ে গেল একাধিক অবাঞ্ছিত রেকর্ড ৷

1. টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন স্কোরের নজির এদিন গড়ে ফেলল ভারতীয় দল ৷ প্রথম দুই সর্বনিম্ন স্কোর এসেছিল অ্যাডিলেডে (36) 2020 সালে ৷ ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এসেছিল লর্ডসে (42) 1974 সালে ৷

2. দেশের মাটিতে ভারতের তো বটেই, যে কোনও দলেরই টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর এটি ৷

3. এদিন কিউয়ি পেস অ্যাটাকের সামনে ভারতের প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে চারজনই (বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা) ফেরেন শূন্য রানে ৷ ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি ৷

4. 36 বছরে প্রথমবার টেস্ট ক্রিকেটে কোনও দলের প্রথম আটজন ব্যাটারের পাঁচজন শূন্য রানে ফিরলেন ৷ সবমিলিয়ে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা ৷

5. এশিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে কোনও দলের সর্বনিম্ন স্কোর এটি ৷ এর আগে এশিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানের নজির ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ৷ ফয়জলাবাদ এবং শারজায় যথাক্রমে 1986 সাল ও 2002 সালে 53 রানে গুটিয়ে গিয়েছিল দু'দলের ইনিংস ৷

ABOUT THE AUTHOR

...view details