আটলান্টা, 21 জুন: মেসি... মেসি...! চিৎকারটা শুরু হয়েছিল ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই ৷ ম্যাচের 90 মিনিট ধরে সেই চিৎকারের ডেসিবেলটাই আরও বেড়ে গিয়েছিল ৷ তারমাঝেই মাঠে নামলেন লা আলবিসেলেস্তের অবিসংবাদী নায়ক ৷ মারাদোনা-পরবর্তী যুগে যিনি আর্জেন্তিনার জয়ধ্বজা ওড়ানোর কাজটা নিপূণভাবে করে যাচ্ছেন ৷ বিশ্বকাপের পর এবার নিজের সপ্তম কোপা আমেরিকায় দেশকে 16 বার লাতিন আমেরিকা সেরা করার লক্ষ্যে নেমেছেন ৷
ফিফা ব়্যাঙ্কিংয়ে 48 নম্বরে থাকা কানাডার বিরুদ্ধে জয়টা প্রত্যাশিতই ছিল ৷ ফলে নজরের কেন্দ্রবিন্দুতে নীল-সাদা জার্সিধারীরা নন, ছিলেন তাদের অধিনায়ক ৷ যেমনটা বেশীরভাগ ম্যাচেই হয় ৷ তারমাঝেই ইতিহাস গড়লেন বিশ্বজয়ের নায়ক ৷ 2007 কোপা আমেরিকায় অভিষেক হয়েছিল মেসির ৷ এদিন নিজের সপ্তম কোপায় নামলেন ৷ টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ 35টি ম্যাচ খেলে ফেললেন ৷