প্যারিস, 25 জুলাই: গেমসের উদ্বোধন এখনও না-হলেও বকলমে প্যারিসে গেমসের সূচনা হয়ে গিয়েছে বুধবার ৷ এদিন ফুটবলে ছিল জোড়া গ্রুপ পর্বের ম্যাচ ৷ মাঠে নেমেছিল সদ্য ইউরো এবং কোপা আমেরিকা জয়ী স্পেন এবং আর্জেন্তিনা ৷ স্পেন প্রতিপক্ষ উজবেকিস্তানকে 2-1 গোলে হারালেও একই ব্যবধানে মরক্কোর কাছে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ৷ তবে ফলাফল ছাপিয়ে এই ম্যাচকে কেন্দ্র করে হিংসার ঘটনা শিরোনামে এল বেশি করে ৷
ঘটনার সূত্রপাত ম্যাচের সংযুক্তি সময়ের 16 মিনিটে ৷ দু'বারের সোনাজয়ী আর্জেন্তিনা সমতায় ফিরলে ক্ষুব্ধ মরক্কোর সমর্থকেরা মাঠে প্রবেশ করে যান, স্ট্যান্ড থেকে উড়ে আসতে থাকে বোতল ৷ অবস্থা এমনই বেগতিক পর্যায়ে পৌঁছে গেলে সেইন্ট এটিয়েন স্টেডিয়ামে ঘণ্টাদু'য়েক বন্ধ রাখতে হয় ম্যাচ ৷ গত বিশ্বকাপে শেষ চারে পৌঁছনো মরক্কোর সমর্থকদের দাবি সংযুক্তি সময়ে করা ক্রিশ্চিয়ান মেদিনার গোলটি অবৈধ ৷ সবমিলিয়ে মরক্কো সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের একপ্রকার খণ্ডযুদ্ধ লেগে যায় ৷ শেষমেশ সমর্থকদের গ্যালারি থেকে বের করে সম্পূর্ণ হয় ম্যাচ ৷