পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অশান্তির আবহে অলিম্পিক্সে হার দিয়ে শুরু কোপাজয়ী আর্জেন্তিনার, হতবাক লিও - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Morroco beat Argentina in Paris Olympics 2024: অলিম্পিক্সে প্রথম ম্যাচেই হার কোপাজয়ী আর্জেন্তিনার ৷ দলের হারে হতবাক লিওনেল মেসি ৷ আর্জেন্তিনার ফুটবলারদের লক্ষ্য করে গ্যালারি থেকে উড়ে এল জলের বোতল। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে।

Morroco beat Argentina
আর্জেন্তিনা-মরক্কো ম্য়াচে অশান্তি (AFP)

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 1:33 PM IST

প্যারিস, 25 জুলাই: গেমসের উদ্বোধন এখনও না-হলেও বকলমে প্যারিসে গেমসের সূচনা হয়ে গিয়েছে বুধবার ৷ এদিন ফুটবলে ছিল জোড়া গ্রুপ পর্বের ম্যাচ ৷ মাঠে নেমেছিল সদ্য ইউরো এবং কোপা আমেরিকা জয়ী স্পেন এবং আর্জেন্তিনা ৷ স্পেন প্রতিপক্ষ উজবেকিস্তানকে 2-1 গোলে হারালেও একই ব্যবধানে মরক্কোর কাছে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ৷ তবে ফলাফল ছাপিয়ে এই ম্যাচকে কেন্দ্র করে হিংসার ঘটনা শিরোনামে এল বেশি করে ৷

ঘটনার সূত্রপাত ম্যাচের সংযুক্তি সময়ের 16 মিনিটে ৷ দু'বারের সোনাজয়ী আর্জেন্তিনা সমতায় ফিরলে ক্ষুব্ধ মরক্কোর সমর্থকেরা মাঠে প্রবেশ করে যান, স্ট্যান্ড থেকে উড়ে আসতে থাকে বোতল ৷ অবস্থা এমনই বেগতিক পর্যায়ে পৌঁছে গেলে সেইন্ট এটিয়েন স্টেডিয়ামে ঘণ্টাদু'য়েক বন্ধ রাখতে হয় ম্যাচ ৷ গত বিশ্বকাপে শেষ চারে পৌঁছনো মরক্কোর সমর্থকদের দাবি সংযুক্তি সময়ে করা ক্রিশ্চিয়ান মেদিনার গোলটি অবৈধ ৷ সবমিলিয়ে মরক্কো সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের একপ্রকার খণ্ডযুদ্ধ লেগে যায় ৷ শেষমেশ সমর্থকদের গ্যালারি থেকে বের করে সম্পূর্ণ হয় ম্যাচ ৷

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ম্যাচের শেষ বাঁশি বোধহয় রেফারি বাজিয়ে দিয়েছেন ৷ কিন্তু তা হয়নি, ঘণ্টাদু'য়েক পর ম্যাচ পুনরায় শুরু করা হলে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে বাতিল করা হয় 'লা আলবিসেলেস্তে'র সমতাসূচক গোলটি ৷ ফলত ম্যাচে 1-2 গোলে হারতে হয় নীল-সাদা জার্সিধারীদের ৷ সব দেখেশুনে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে আর্জেন্তাইন কোচ জেভিয়ার মাসচেরানোর কটাক্ষ, "আমার জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস।"

আর্জেন্টিনা শিবির থেকে পুরো ঘটনার কড়া সমালোচনা করা হয়েছে। মাঠে সমর্থক ঢুকে পড়ার ঘটনাকে 'অস্বাস্থ্যকর' বলা হয়েছে। আয়োজকদের তরফে বলা হয়েছে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আশরাফ হাকিমির দেশের হয়ে এদিন জোড়া গোল সৌফিয়ান রহিমির ৷ আর্জেন্তিনার হয়ে একমাত্র গোল গিউলিয়ানো সিমিওনের ৷

ABOUT THE AUTHOR

...view details