হায়দরাবাদ: জনপ্রিয় টু-হুইলার প্রস্তুতকারক বাজাজ অটো লঞ্চ করেছে পালসার সিরিজের বাইক Bajaj Pulsar N160 মডেল ৷ বেস ভ্যারিয়েন্টে এটি লঞ্চ করেছে ৷ এটি সিঙ্গেল সিটার বাইক ৷ কোম্পানি পারিবারিক চাহিদার কথা মাথায় রেখে এই সিঙ্গেল সিট ভ্যারিয়েন্টের বাইক লঞ্চ করেছে ৷ এক কথায় এবার নতুন গ্রাহক সেগমেন্টকেও টার্গেট করেছে সংস্থাটি । এটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের থেকে প্রায় 10 হাজার টাকা কম দামে লঞ্চ করা হয়েছে।
বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ভ্যারিয়েন্ট:
স্প্লিট সিটের পরিবর্তে সিঙ্গেল সিটে লঞ্চ করা হয়েছে এই মডেল ৷ এছাড়াও এই মোটরসাইকেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । এই বাইকের পিছনের অংশে স্প্লিট গ্র্যাব রেলের পরিবর্তে টানা গ্র্যাব রেল রয়েছে । ফলে বাইকে চালক ছাড়াও বেশিজন বসতে পারবেন । মোটা গ্র্যাব রেল থাকায় বেশি ওজনের বোঝা নেওয়া যাবে ৷ এর আগেও, বাজাজ রাইডারদের ব্যবহারিক চাহিদা অনুযায়ী তাদের পণ্য উন্নত করা হয়েছে ।
উদাহরণস্বরূপ, গত বছর সংস্থাটি বাজারে বাজাজ ফ্রিডম সিএনজি বাইক লঞ্চ করেছে ৷ যেটির সিট অনেকটাই লম্বা আগের থেকে ৷ Pulsar N160 এর সিঙ্গেল-পিস সিট রাইডার এবং যারা সাধারণত বাইকের পিছনে বসেন সকলের জন্যই আরামদায়ক ৷
এই বাইকে স্কুপড ফ্রন্ট সেকশন থাকায় দীর্ঘ পথ যাত্রার সময়ও রাইডারের সমস্যা হয় না। নতুন Pulsar N160-এর সিট সামনের দিকে সরু ডিজাইনের করেছে কোম্পানিটি ৷ ব্যবহারকারীরা সহজেই মাটিতে পা রাখতে পারেন ৷
Pulsar N160 সিঙ্গেল সিট ভ্যারিয়েন্টের সামনে অংশে 37 মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে নাইট্রোক্স মনোশক সাসপেনশন রয়েছে । বাইকটির সামনে এবং পিছনে যথাক্রমে 300 মিমি এবং 230 মিমি ডিস্ক ব্রেক রয়েছে। যদিও স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ডুয়াল-চ্যানেল ABS থাকে না ৷ তবে এই সিঙ্গেল সিট ভ্যারিয়েন্টে সিঙ্গেল-চ্যানেল ABS রয়েছে ।
পালসার N160 এর ইঞ্জিন
Bajaj Pulsar N160-এ 164.82 cc, একক সিলিন্ডার, SOHC, 2-ভালভ, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে । এটি 15.7bhp শক্তি এবং 14.65 Nm টর্ক জেনারেট করতে পারে ৷ 5-স্পীড গিয়ারবক্সের সুবিধা রয়েছে ৷
এই মডেলের রং এবং গ্রাফিক্সে কোনও পরিবর্তন করেনি সংস্থাটি ৷ মোটরসাইকেলটিতে LED DRL-সহ দ্বি-কার্যকর LED প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে । গ্লিটার প্যাটার্ন-সহ একটি এলইডি টেল ল্যাম্প ইনস্টল করা হয়েছে । চালককে দিক নির্দেশের জন্য রয়েছে হ্যালোজেন ল্যাম্প ৷ বাইকের দাম শুরু হচ্ছে 1,22,979 টাকা থেকে ৷