পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘লক্ষ্য’পূরণে সফল সেন ! প্রণয়কে হারিয়ে শেষ আটে তরুণ শাটলার - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Lakshya Sen in Paris Olympics 2024: ভারত বনাম ভারত ৷ দুই স্বদেশীর লড়াইয়ে শেষ হাসি হাসলেন উত্তরাখণ্ডের তরুণ শাটলার ৷ লক্ষ্য সেনের কাছে হেরে অলিম্পিক্স অভিযান শেষ এইচ এস প্রণয়ের ৷

Lakshya Sen in Paris Olympics 2024
প্রণয়কে হারিয়ে শেষ আটে লক্ষ্য সেন (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 6:23 PM IST

Updated : Aug 1, 2024, 6:58 PM IST

প্যারিস, 1 অগস্ট: লক্ষ্য সেন বনাম এইচ এস প্রণয় ৷ শেষ আটের শিকে ছিঁড়l দুই স্বদেশীর কোনও একজনের ভাগ্যে ৷ বৃহস্পতির বিকেলে সেই ‘লক্ষ্যে’ সফল সেন ৷ সিনিয়রকে হারিয়ে অভিষেক অলিম্পিক্সেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আলমোরার বছর বাইশের ব্যাডমিন্টন তারকা ৷ প্রণয়কে হারালেন 21-12, 21-6 ব্যবধানে ৷

পরিসংখ্যান বলছে, এর আগে অলিম্পিক্সের মঞ্চে ব্যাডমিন্টনের নক-আউটে দুই ভারতীয় শাটলারের মুখোমুখি হয়নি ৷ ফলে দেশের দুই ব্যাডমিন্টন সেনসেশনের লড়াইয়ে সামিল হয়েছে আসমুদ্র-হিমাচল ৷ দুই তারকার জন্যই চিয়ার করেছেন নেটিজেন, দর্শকরা ৷

এমনিতেই ভারতীয় ‘তারকা’দের পারফর্ম্যান্স আশাব্যঞ্জক নয় ৷ ছিটকে গিয়েছেন মণিকা বাত্রা, নিখাত জারিন, শরথ কমলরা ৷ কোয়ার্টারে থেমেছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটির দৌড়ও ৷ তারমধ্যেই পোডিয়াম ফিনিশ করার মতো ফর্মে ছিলেন লক্ষ্য ও প্রণয় দু’জনেই ৷ ফলে স্বদেশীর হাতে প্রণয় ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছেন সমর্থকরা ৷

কেভিন কর্ডন নাম প্রত্যাহার করে নেওয়ায় গ্রুপের প্রথম ম্য়াচ জিতেও পয়েন্ট 'ডিলিট' হয়েছিল ভারতীয় এই শাটলারের ৷ তারপরেও ফোকাস নড়তে দেননি লক্ষ্য ৷ ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে বুধবার প্রথমে প্রি-কোয়ার্টারে পৌছে গিয়েছিলেন লক্ষ্য সেন ৷ প্রণয় প্রি-কোয়ার্টারে পৌঁছেছিলেন ভিয়েতনামের লি ডুক ফাট'কে হারিয়ে ৷ অলিম্পিক্সের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন দেশের দুই তারকা ৷ এদিন অবশ্য ম্যাচ জিততে বিশেষ পরিশ্রম করতে হয়নি লক্ষ্যকে ৷ কোর্টে কার্যত দাঁড়িয়ে হারলেন প্রণয় ৷ প্রথম গেমে খানিক লড়াই দিয়েছিলেন ৷ দ্বিতীয় গেমে মনে হল প্র্যাকটিস ম্যাচে নেমেছেন

Last Updated : Aug 1, 2024, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details