পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করলেন এমবাপে, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ - Kylian Mbappe - KYLIAN MBAPPE

Kylian Mbappe will Leave PSG: সাতবছর পর নিজের ঠিকানা বদল করতে চলেছেন তরুণ ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ৷ প্যারিস সাঁ জা’র হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছেন তিনি ৷ তবে, পরবর্তী গন্তব্য কোথায় ? তা জানাননি ফরাসি তারকা ৷

ETV BHARAT
পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করলেন কিলিয়ান এমবাপে ৷ (ছবি- কিলিয়ান এমবাপে এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 1:27 PM IST

প্যারিস, 11 মে: লিগ ওয়ানের ক্লাব প্যারিস সাঁ জা’র সঙ্গে সাতবছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে কিলিয়ান এমবাপের ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় এখবর নিশ্চিত করেছেন স্বয়ং ফরাসি ফুটবল তারকা ৷ রবিবার ঘরের মাঠে টুলুজের বিরুদ্ধে পিএসজি-র জার্সিতে শেষবার নামবেন এমবাপে ৷ এই আবেগপ্রবণ মুহূর্তে এমবাপে জানিয়েছেন, "আমি কখনও ভাবিনি নিজের দেশ ছেড়ে যাওয়া এতটা কঠিন হতে পারে !" তবে, সাতবছর পর এই নতুন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত বলে জানান ৷

তবে, কোথায় যাচ্ছেন 2018 বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ? সে নিয়ে কোনও খোলসা করেননি কিলিয়ান ৷ তবে, শোনা যাচ্ছে আগামী মরশুমে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামবেন ৷ এদিন এমবাপে তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে তিনি বলেন, "এটা সেই ক্লাব যাকে আমি সারাজীবন নিজের স্মৃতিতে সুন্দর করে সাজিয়ে রাখব ৷ আমি সবাইকে বলব, যে আমি সুযোগ পেয়েছিলাম এই ক্লাবের হয়ে খেলার ৷ আপনারা সারাজীবন আমার হৃদয়ে থাকবেন ৷"

সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস স্পোর্টস ডেইলিকে উল্লেখ করে জানিয়েছে, এই ভিডিয়ো বার্তার পরেই এমবাপে পিএসজি আলট্রাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ সেখানে পিএসজি আলট্রা কর্তৃপক্ষের সঙ্গে নৈশ্যভোজে যোগ দিয়েছিলেন তিনি ৷ ফরাসি তারকাকে প্র্যাক ডেজ প্রিন্সে রবিবার রাতে কীভাবে সংবর্ধনা দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ যদিও, শোনা গিয়েছিল এমবাপে পিএসজি কর্তৃপক্ষের তরফে বিদায়ী সংবর্ধনা নিতে অস্বীকার করেছিলেন এমবাপে ৷

2017 সালে মোনাকো থেকে 180 মিলিয়ন ইউরোর চুক্তিতে পিএসজি-তে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে ৷ 2021 সালে এমবাপেকে 180 মিলিয়ন ট্রান্সফার মানি দিয়ে কিনতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ ৷ কিন্তু, সেই সময় এমবাপে 2 বছরের জন্য চুক্তি করে পিএসজি-র সঙ্গে ৷ তবে, গতবছর থেকে লিগ ওয়ানের ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় এমবাপের ৷ সেখান থেকেই নিজেকে গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন তিনি ৷ এমনকি চুক্তি পুনর্নবিকরণ করাতে চাননি 2022 ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ৷ শোনা যাচ্ছে এবার ফরাসি তারকার পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদে ৷

আরও পড়ুন:

  1. শুভমন-সুদর্শনের জোড়া শতরানে জয় টাইটান্সের, 35 রানে হেরে চাপে ইয়েলো ব্রিগেড
  2. 'ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই', প্যারিস অলিম্পিক্সই লক্ষ্য দোহায় দ্বিতীয় নীরজের

ABOUT THE AUTHOR

...view details