কলকাতা, 21 এপ্রিল: লাস্ট-ওভার থ্রিলারের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স ৷ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ শেষ বলে মাত্র 1 রানে জিতল নাইটরা ৷ সেই সঙ্গে আইপিএল 2024-এর প্লে-অফসের অভিযান প্রায় শেষ হয়ে গেল বিরাট কোহলি ও আরসিবির জন্য ৷ সেই সঙ্গে আজকের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ফের 2 নম্বরে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স ৷
223 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বিরাট কোহলি এদিনও দারুণ ব্যাটে-বলে করছিলেন ৷ কিন্তু, হর্ষিত রানার একটি ফুলটস বলে কট অ্যান্ড বোল্ড হন বিরাট ৷ যদিও, ওই আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ নো-বল চেকিংয়ে বল-ট্র্যাকিং দেখায় বল বিরাটের কোমড়ের নিচে লাগছে ৷ কিন্তু, সেই বল-ট্র্যাকিং নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিরাটকে ৷ আউট ঘোষণার ফিল্ড আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর ৷
তবে, বিরাট আউট হলেও উইল জ্যাক (55) এবং রজত পাতিদার (52) আরসিবিকে ম্যাচে ফিরিয়ে আনেন ৷ তাঁদের 102 রানের পার্টনারশিপের দৌলতে একটা সময় 11 ওভারে বেঙ্গালুরু 137 রান তুলে ফেলেছিল ৷ সেখানে 12 নম্বর ওভারে আন্দ্রে রাসেলকে বোলিংয়ে নিয়ে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ রাসেল ওই ওভারেই উইল জ্যাক এবং পাতিদারের উইকেট নেন ৷ সঙ্গে ম্যাচে ফেরে নাইটরা ৷ এরপর সুনীল নারাইন এক ওভারে আরও 2টি উইকেট নিয়ে আরসিবির উপর চাপ তৈরি করেন ৷ 155 রানে 6 উইকেট পড়ে যায় আরসিবির ৷