কলকাতা, 26 এপ্রিল: কলকাতায় চলে এসেছেন শাহরুখ খান। শুক্রবার দুপুরে শহরে পা রাখছেন প্রীতি জিন্টাও। ফলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের বাইশ গজের যুদ্ধের বাইরেও বলিউডের দুই তারকার অদৃশ্য লড়াইয়ের উত্তাপ ইডেনের পারদ চড়াবে। চলতি আইপিএলে শাহরুখ খান তাঁর দল কেকেআরের খেলা থাকলেই ব্যস্ততা সরিয়ে মাঠে থাকার চেষ্টা করছেন। শুধু শুক্রবারের পঞ্জাব ম্যাচই নয় 29 এপ্রিল দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধেও তিনি ইডেনে থাকবেন বলে শোনা যাচ্ছে। প্রীতি জিন্টা তাঁর দল পঞ্জাব কিংসের ম্যাচে থাকেন। দলের শেষ ম্যাচে ছিলেন না। ফের দলকে সমর্থন করতে ইডেনে উপস্থিত হচ্ছেন।
আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচ জয়ে কলকাতা নাইট রাইডার্স শক্তপোক্ত জায়গায়। নক-আউটে যাওয়া প্রায় নিশ্চিত করতে জয়ের অভ্যাস বজায় রাখায় জোর দিচ্ছে তারা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সবচেয়ে সফল দল কেকেআর। তাই জয়ের ধারাবাহিকতা বজায় রাখায় জোর দিচ্ছেন তারা। সাংবাদিক সম্মেলনে এসে রমনদীপ সিং জানান, পঞ্জাব কিংসকে তো হারাতেই হবে। তবে নাইট সংসারে সবচেয়ে বড় চিন্তার নাম মিচেল স্টার্ক। গত দু'দিন ধরে অনুশীলনে আসলেও অজি স্পিডস্টার হাত ঘোরাননি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই স্টার্ক অনুলীলনে যোগ দিলেও বল করেননি।
তবে প্র্যাকটিসে দুষ্মন্ত চামিরাকে গত দু'দিন ধরেই বোলিং এবং ব্যাটিং করতে দেখা গিয়েছে। পঞ্জাব কিংসের বদলে স্টার্কের বদলে তিনিই হয়তো একাদশে থাকবেন। বৃহস্পতিবার আন্দ্রে রাসেল নাইটদের প্র্যাকটিসে অনুপস্থিত ছিলেন। তীব্র গরমে নিজেকে সুস্থ রাখতেই হোটেলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। এদিকে সাংবাদিক সম্মেলনে এসে রমনদীপ জানিয়েছেন, বল করার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। দলের মেন্টর গৌতম গম্ভীর যে দায়িত্ব তাঁকে দেন তা সঠিকভাবে পালন করাই লক্ষ্য থাকে। আপাতত দল হিসেবে একটি করে ম্যাচ ধরে এগনো তাদের লক্ষ্য।
দলের স্পিনিং কোচ সুনীল যোশি জানিয়েছেন, চোট সমস্যায় শিখর ধাওয়ান শুক্রবারের ম্যাচে খেলতে পারবেন না। তবে পরের ম্যাচে খেলবেন। দলের ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে তিনি দেশি-বিদেশি ক্রিকেটারদের আলাদা করে কাঠগড়ায় তুলতে রাজি নন। কারণ সাফল্য ব্যর্থতা পুরোটাই দলগত। প্রতিপক্ষ স্পিনারদের সামলাতে সমস্যায় পঞ্জাব। ইডেনে নাইট স্পিনাররা যথেষ্ট ছন্দে। তারা যেকোনও আক্রমণ সামলাতে তৈরি। সবমিলিয়ে শুক্রবারের নাইট বনাম পঞ্জাব ম্যাচ সৌহার্দ্যের, বদলার, অস্তিত্বরক্ষার।
আরও পড়ুন:
- হাফ সেঞ্চুরি কোহলির, বোলারদের দাপটে জয়ে ফিরল আরসিবি
- 4 ওভারে 73 রান! আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিতের
- সৌহার্দ্যের আবহে ইডেনে শাহরুখ-প্রীতি, স্টার্ককে ঘিরে ধোঁয়াশা নাইটদের