কলকাতা, 3 মে: ওয়াংখেড়ের মাঝ মাঠে বৃহস্পতিবারের প্র্যাকটিসের ফাঁকে দু'জনের মুখোমুখি হওয়ার ছবি ভাইরাল। টি-20 বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণার পর বিতর্কের আবহে শুক্রে সন্ধে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার সামনে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ বাঁ-হাতি নাইট ব্যাটার রিঙ্কু সিং। পাশাপাশি ওয়াংখেড়ে মুম্বই-কলকাতা ম্যাচ শাহরুখ খানের কাছে সম্মানের লড়াই ৷ এখানে এখনও পর্যন্ত 32 ম্যাচে মাত্র 9টি জিতেছে কলকাতা ৷ আর কিং খানের কেকেআর-কে 23বার হারিয়েছে নীতা অম্বানীর মুম্বই ইন্ডিয়ান্স ৷
আইপিলে ধারাবাহিক পারফরম্যান্সের পর আসন্ন টি-20 বিশ্বকাপে রিজার্ভ হিসেবে দলে থাকলেও প্রথমে 15 জনে সুযোগ না-হওয়ায় হতাশ রিঙ্কু সিং ৷ প্র্যাকটিস ম্যাচের ওই সাক্ষাতে কি আসন্ন টি-20 বিশ্বকাপের দলে জায়গা না-পাওয়ার কারণ জানতে চাইলেন বাঁ-হাতি ব্যাটার? না শুধুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে জুনিয়র ক্রিকেটারের কুশল বিনিময়? এর উত্তর অজানা ৷
ঘরের মাঠে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে নাইটরা মুম্বইয়ে পা রেখেছেন। হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে জয় পেলে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে কেকেআর ৷ 9 ম্যাচে 6টি জিতে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 2 নম্বরে রয়েছে কিং খানের দল । চলতি আইপিএলে নাইটদের ধারাবাহিক পারফরম্যান্স ওয়াংখেড়েয় 'মুম্বই বধ' করার আশা জাগাচ্ছে ৷ দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিনের শুরুতে বিধ্বংসী ব্যাটিং যেকোনও প্রতিপক্ষের কাছে আতঙ্ক। তবে জসপ্রীত বুমরার সামনে কেকেআর ওপেনিং জুটির আজ অগ্নিপরীক্ষা হতে চলেছে। একইভাবে হিট ওপেনিং জুটির ছায়ায় থাকা নাইট মিডল-অর্ডারও কঠিন পরীক্ষার সামনে।
কারণ ওপেনারদের দুরন্ত শুরুর পরেও মিডল-অর্ডারে নাইট ব্যাটাররা এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তাই শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংয়ের কাছে মুম্বই ম্যাচ নিজেদের প্রমাণ করার । একইভাবে ইডেনে হতশ্রী পারফরম্যান্সে করা কেকেআর বোলিং বিভাগের সামনে কঠিন চ্যালেঞ্জ ৷ তবে 10 ম্যাচে 7টি হেরে কার্যত প্লে-অফ থেকে ছিটকে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে হারানোর চরম সুযোগ নাইটদের সামনে ৷ তবে গত এক যুগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোনও ম্যাচ জেতেনি কেকেআর ৷ 2012 আইপিএলে শেষবার জয় পেয়েছিল নাইটরা ৷
আরও পড়ুন:
- ভুবির শেষ বলে নাটকীয় জয় সানরাইজার্সের, রাজস্থানের বিজয়রথ থামাল হায়দরাবাদ
- বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত
- সৌরভের হাতে বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন শুক্রবার, চূড়ান্ত মার্কি খেলোয়াড়দের নাম