চেন্নাই, 26 মে: মেরিনার তীরে বাজিমাত কেকেআরের ৷ আইপিএল 2024 ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স ৷ 2012, 2014-এর পর ফের কুড়ি-বিশের ট্রফি এল তিলোত্তমায় ৷ প্রথমে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ অরেঞ্জ আর্মির দেওয়া 113 রানের আপাত সহজ লক্ষ্যপূরণ করতে নাইটরা নিল মাত্র 63 বল ৷
কোয়ালিফায়ার ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফাইনালটা শুরু করলেন কেকেআর বোলাররা ৷ পেসার-স্পিনারদের মিলিত অবদানে ফের ব্যর্থ হায়দরাবাদের ব্যাটাররা ৷ চিপকে বাকি কাজটা করে ফেললেন ব্যাটাররা ৷ 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল পার্পল আর্মি ৷ রান তাড়া করতে নেমে এদিন শুরুটা করে দিয়েছিলেন রহমান্নুলাহ গুরবাজ ৷ সুনীল নারিন ব্যক্তিগত 6 রানে ফিরলেও আফগান স্টাম্পার-ব্যাটারের 32 বলে 39 রানের দৌলতেই চাপ বাড়েনি কলকাতার ৷ বাকি কাজটা করলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ ভেঙ্কির অর্ধ-শতরানে সেরা কেকেআর ৷ 26 বলে 52 রানে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার ৷
আরও পড়ুন