গুয়াহাটি, 19 মে: একসপ্তাহ আগেও জল্পনা ছিল, আইপিএলের পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর স্থান কারা দখল করবে ৷ বর্তমানে একনম্বর জায়গাটা নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ তবে, দু’নম্বরে কারা যাবেন ? তা নিয়ে লড়াই জারি রয়েছে ৷ সেই দু’নম্বর জায়গা দখলের লড়াইয়ে নামছে রাজস্থান রয়্যালস ৷ আজ সন্ধ্যায় গুয়াহাটিতে নাইটদের বিরুদ্ধে ম্যাচে সেটাই লক্ষ্য থাকবে সঞ্জু স্যামসনদের ৷
তবে, রাজস্থান রয়্যালসের রাস্তাটা খুব একটা সহজ হবে না ৷ ইডেন গার্ডেন্সে নাইটদের বিরুদ্ধে জয় পেলেও, ছবিটা গত একমাসে অনেকটাই বদলে গিয়েছে ৷ পরপর চার ম্যাচ জিতে নাইট রাইডার্স এই মুহূর্তে দূরন্ত ছন্দে ৷ সেখানেই রাজস্থান রয়্যালসের কাহিনি পুরোপুরি উলট ৷ একটা সময় অপারাজেয় রাজস্থানের এই মুহূর্তে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ৷ পরপর চার ম্যাচ হেরে একটা সময় প্লে-অফের রাস্তাটাও কঠিন হয়ে গেছিল ৷ তবে, শুরুতে 8 ম্যাচ জিতে থাকায় পরপর চার ম্যাচ হারের ধাক্কা প্লে-অফের দৌড়ে বিশেষ ব্যাঘাত ঘটাতে পারেনি ৷
তবে, আজ মাঠে রাজস্থান রয়্যালসের লড়াইটা কেকেআরের বিরুদ্ধে হলেও, পয়েন্ট টেবিলে দু’নম্বর জায়গাটা পাকা করতে, সঞ্জুদের মাঠের বাইরে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে অদৃশ্য দ্বৈরথ চলছে ৷ সানরাইজার্স তাদের লিগের শেষ ম্যাচ খেলছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৷ এই ম্যাচে অরেঞ্জ আর্মি জিতলে আপাতত 17 পয়েন্ট নিয়ে দু’নম্বরে চলে যাবে ৷ ফলে সন্ধ্যায় কেকেআরের বিরুদ্ধে ম্যাচ রাজস্থান রয়্যালসের জন্য মাস্ট উইন হয়ে যাবে ৷