পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সকালে শহরে পৌঁছে বিকেলে অনুশীলনে বিধ্বংসী মেজাজে রাসেল - IPL 2024

Kolkata Knight Riders: শুক্রবার থেকে শুরু হয়েছে কেকেআর-এর প্রস্তুতি শিবির। শনিবার ওই প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল যোগ দিলেন ৷ এদিন সকালেই শহরে পা-দিয়েছেন দুই তারকা ক্রিকেটার ৷ প্রথম দিনের অনুশীলনেই নজর কাড়লেন দুই ক্যারিবিয়ান তারকা।

andre russell and sunil narin
andre russell and sunil narin

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 11:05 PM IST

অনুশীলনে বিধ্বংসী মেজাজে রাসেল

কলকাতা, 16 মার্চ: বিশ্বের যে প্রান্তেই থাকুন কেন আন্দ্রে রাসেলের জীবনযাত্রা ক্যারিবিয়ান ঘড়ি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। এভাবেই তিনি টাইম জোনের ফারাক মুছে বিধ্বংসী পারফরম্যান্স মেলে ধরেন। আসন্ন আইপিএলে এবারও কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী ব্যাটারের নাম আন্দ্রে রাসেল। শুক্রবার থেকে আসন্ন আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। মেন্টর গৌতম গম্ভীরের কড়া নজরে প্র্যাকটিস চলছে ইডেনে।

প্রথম দিনের অনুশীলন বৃষ্টি বিঘ্নিত হলেও শনিবার পুরো প্র্যাকটিস হয়েছে। প্রথম দিনেই নাইটদের ভারতীয় ব্রিগেডের সবাই যোগ দিয়েছেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার শনিবার রাতে টিম হোটেলে যোগ দিচ্ছেন। ইতিমধ্যে বিদেশি ক্রিকেটাররা চলে এসেছেন। ক্যারিবিয়ান দুই তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন শনিবার সকালে শহরে পা-দিয়েই বিকেলে অনুলীলনে যোগ দিলেন। মিচেল স্টার্ক রবিবার রাতে শহরে আসছেন। শনিবার নাইটদের অনুশীলনে আকর্ষণ ছিলেন আন্দ্রে রাসেল।

সকালে কলকাতায় পা-দিয়েই বিকেলে ক্যারিবিয়ান ব্যাটার পুরো ইডেন চক্কর কাটলেন। ফিজিয়োর কাছে ফিটনেস ট্রেনিং করলেন। তারপর নেটে বোলারদের 'প্রহার' করলেন। নেট বোলার থেকে নাইটদের বোলার সবার জন্য রাসেলের একই দাওয়াই। দীর্ঘ বিমান যাত্রার ধকল সরিয়ে রাসেল কীভাবে এত বিধ্বংসী এবং ফিট? নাইট শিবির জানাচ্ছে, রাসেল তাঁর নিত্যদিনের যাবতীয় ওয়ার্কআউট ক্যারিবিয়ান সময় ধরে করেন। মিয়ামি দুবাই হয়ে কলকাতায় পা-দিয়েছেন। পৌঁছে তিনি লম্বা ঘুম ঘুমিয়ে এসেছেন প্র্যাকটিসে।

কারণ ভারতে যখন সন্ধ্যা বা রাত তখন ওয়েস্ট ইন্ডিজে সকাল বা দুপুর। তাই ভারতে পা-দিলে আন্দ্রে রাসেল জিম করেন ভোর তিনটে থেকে চারটে নাগাদ। সকাল ছ'টায় ঘুমোতে যান। ফলে জেটল্যাগের বিষয়টি সেভাবে তাঁকে ভোগায় না। ভারতীয় সময়ে রাত যত গভীর হয় ততই চনমনে হন আন্দ্রে রাসেল। শনিবার ইডেনে এক ঘণ্টার বেশি সময় ধরে ব্যাটিং করলেন। অন্যদিকে, সুনীল নারিনকেও নেটে চুটিয়ে বোলিং করতে দেখা গেল। চূড়ান্ত প্রস্তুতি শিবিরের দ্বিতীয় দিনে ভারতীয় ক্রিকেটাররাও চুটিয়ে অনুশীলন করলেন। রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা সকলেই নেটে দীর্ঘ সময় ব্যাটিং করলেন। হাত ঘোরাতে দেখা গেল বরুণ চক্রবর্তীকেও। রবিবার নাইটরা প্র্যাকটিস ম্যাচ খেলবে বলে আপাতত ঠিক রয়েছে।

আরও পড়ুন:

  1. নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি মনীশের
  2. আবেগ উসকে কলকাতায় পা গম্ভীরের, নাইট অধিনায়ককে নিয়ে ফের জটিলতা
  3. বিদর্ভকে হারিয়ে রঞ্জিতে 42তম খেতাব জয় মুম্বইয়ের

ABOUT THE AUTHOR

...view details