কলকাতা, 22 ডিসেম্বর:ম্য়াঞ্চেস্টার সিটির সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সের কথা তুলে ধরে ম্য়াচের আগে ছেলেদের তাতানোর চেষ্টা করেছিলেন মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ ৷ ক্রমাগত হারতে থাকা সাদা-কালো শিবির কোচিতে জয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিল ৷ কারণ উল্টোদিকে থাকা কেরালা ব্লাস্টার্সও হারের হ্য়াটট্রিকে নুইয়ে পড়েছিল ৷ ঘরের মাঠে কোচহীন কেরালা ব্লাস্টার্স উত্তরণের পথ পেলেও সেই তিমিরেই রইল মহামেডান স্পোর্টিং ৷ মানজাপ্পারা ব্রিগেডের কাছে 0-3 গোলে হেরে টানা পঞ্চম হারের স্বাদ পেল আই লিগ চ্যাম্পিয়নরা ৷
গোলমুখী আক্রমণের অভাব, খেলায় সেভাবে ছন্দ না-থাকলেও 62 মিনিট পর্যন্ত কোচি থেকে পয়েন্ট আনার পথে ছিল মহামেডান ৷ কিন্তু এরপরই কলকাতার দল লক্ষ্যভ্রষ্ট গোলরক্ষকের ভুলে ৷ আদ্রিয়ান লুনার ভাসানো নির্বিষ একটি কর্নার না-লুফে ঘুষি দিতে গিয়ে বিপত্তি বাঁধান ভাস্কর রায় ৷ বলের লাইন মিস করলে বল ভাস্করের হাতে লেগে গোলে ঢুকে যায় ৷ সাইডলাইনে বসে হতাশা গোপন করেননি চের্নিশভও ৷ ব্যস, ওখানেই শেষ মহামেডানের ম্যাচে ফেরার রাস্তা ৷