পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ, হাইকোর্টে স্বস্তি ভারতীয় ক্রিকেটারের - ROBIN UTHAPPA ARREST WARRANT

আর্থিক তছরূপের মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন কেকেআর তারকা ৷ গ্রেফতারি পরোয়ানায় জারি হল নিষেধাজ্ঞা ৷

ROBIN UTHAPPA
নাইট শিবিরে উথাপ্পা (IANS)

By ETV Bharat Sports Team

Published : Dec 31, 2024, 7:14 PM IST

বেঙ্গালুরু, 31 ডিসেম্বর: সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রাখার অভিযোগ ৷ দিনকয়েক আগে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা ৷ বেঙ্গালুরুর কেআর পুরম শাখার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের তরফে জারি হওয়া সেই গ্রেফতারি পরোয়ানায় মঙ্গলবার স্থগিতাদেশ জারি করল কর্ণাটক হাইকোর্ট ৷

বেঙ্গালুরুতে একটি নামী লাইফস্টাইল ব্র্যান্ডের ডিরেক্টর পদে ছিলেন প্রাক্তন এই ক্রিকেটার ৷ সেই সংস্থার কর্মীরা দীর্ঘদিন ধরে পিএফের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে ৷ প্রায় 23 লক্ষ বকেয়া টাকা আটকে রাখার অভিযোগে বেঙ্গালুরুর কেআর পুরম শাখার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার শদক্ষরা গোপালা রেড্ডি গ্রেফতারি পরোয়ানা জারি করেন 2007 টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ৷ পরে অবশ্য বিষয়টিতে তাঁর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন উথাপ্পা ৷

তাঁর আবেদন খতিয়ে দেখে মঙ্গলবার ক্রিকেটারের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করে কর্ণাটক হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ ৷ উথাপ্পার আইনজীবীর তরফে আদালতে জানানো হয়েছে যে, 2020 সালেই সংস্থার ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দেশের জার্সিতে 59টি ম্য়াচ খেলা প্রাক্তন ক্রিকেটার ৷ এমনকী যখন ডিরেক্টর পদে ছিলেন তখনও টাকাপয়সা লেনদেন সংক্রান্ত কোনও বিষয় তিনি দেখাশোনা করতেন না ৷

তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর অবশ্য নিজেই একটি ইনস্টাগ্রাম পোস্টে পুরো বিষয়টি সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করেছিলেন ডানহাতি ব্যাটার ৷ তিনি জানিয়েছিলেন, 2018-19 আর্থিকবর্ষে সংশ্লিষ্ট সংস্থাকে আর্থিক সাহায্য করায় তাঁকে ডিরেক্টর পদে বসানো হয়েছিল ৷ তিনি নামেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন ৷ কোনও সক্রিয় কাজ কিংবা লেনদেন সংক্রান্ত বিষয় কোনওভাবেই সামলাতেন না তিনি ৷ একইসঙ্গে সত্যতা যাচাই করে সংবাদমাধ্যমকে পুরো ঘটনাটি পরিবেশন করার আর্জি জানিয়েছিলেন উথাপ্পা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details