ব্রিসবেন, 15 ডিসেম্বর: অ্যাডিলেড টেস্টে জয়ের রেশ ধরেই ব্রিসবেন টেস্টের দ্বিতীয়দিন চালকের আসনে অস্ট্রেলিয়া ৷ ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের শতরানে ঐতিহাসিক গাব্বায় বেশ পিছিয়ে রোহিত শর্মার ভারত ৷ তবে অজি ব্যাটারদের একচ্ছত্র দাপটের দিনে ভারতের আশার আলো বলতে জসপ্রীত বুমরা ৷ শনিবার গাব্বায় একা লড়লেন গুজরাত পেসার ৷ জোড়া ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে পারথে ভারতের জয়ের নায়ক ছিলেন তিনি ৷ গাব্বায় প্রথম ইনিংসে ফের পাঁচ উইকেট নিয়ে কপিল দেবের নজির টপকে গেলেন ভারতের সহঅধিনায়ক ৷
সেনা (SENA) কান্ট্রি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড, নিউজিল্য়ান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে এতদিন সর্বাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার ছিলেন কপিল দেব ৷ পারথে বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে ছুঁয়ে ফেলেছিলেন বুমরা ৷ এদিন ফের পাঁচ উইকেট নিয়ে কিংবদন্তিকে টপকে গেলেন গুজরাত ক্রিকেটার ৷ সেনা কান্ট্রিতে এই নিয়ে অষ্টমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি ৷ একইসঙ্গে টেস্ট ক্রিকেটে ভারতীয় পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন বুমরা ৷
দ্বিতীয় নজিরটি গড়ার পথে ইশান্ত শর্মা ও জাহির খানকে (11 বার) টপকে গেলেন রোহিত শর্মার ডেপুটি ৷ সেনা কান্ট্রির পরিসংখ্যান যদি উল্লেখ করা যায় তাহলে প্রোটিয়া ও অজিভূমে এই নিয়ে তিনবার করে ইনিংসে পাঁচ উইকেট নিলেন ভারতীয় স্পিডস্টার ৷ বিলেতের মাটিতে দু'বার এই নজির গড়েছেন বুমরা ৷ এর আগে চলতি অস্ট্রেলিয়া সফরেই তৃতীয় ভারতীয় পেসার হিসেবে একটি ক্য়ালেন্ডার বর্ষে 50টি টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ডানহাতি পেসার ৷