চেন্নাই, 8 এপ্রিল:আইপিএলের ইতিহাসে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ সোমবারের চিপকে ম্যাচ জিতে চারে চার করে লিগ শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে নেমে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস-এর বোলিংয়ের সামনে 9 উইকেট হারিয়ে 20 ওভারে 137 রানেই গুটিয়ে যায় নাইট বাহিনী ৷ আর তার জেরেই হারতে হল কলকাতাকে।
অন্যদিকে, টানা দু'ম্যাচে হারের পরে জয়ের সরণিতে প্রত্যাবর্তন চেন্নাই সুপার কিংসের। চিপক স্টেডিয়ামে নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইট ব্যাটারদের কম রানে বেধে ফেলার পর চেন্নাই ব্যাটাররা অনায়াসে জয়ের কড়ি গুছিয়ে নিলেন। আট উইকেটে দলের সহজ জয়ে নেতৃত্ব দিলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়৷
নেতৃত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাত থেকে নেওয়ার পরে ঋতুরাজ ছন্দে ফিরতে পারছিলেন না। সোমবার নাইট ম্যাচকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিলেন তিনি। রাচিন রবীন্দ্র 15 রান এবং ডারেল মিচেল 25 রান করে ফিরে যাওয়ার পর মনে হয়েছিল হয়তো লড়াই হবে। কম রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ক্যাচ মিস করা যেমন বিলাসিতা তেমনই সঠিক লাইন লেংন্থে বল করতে না পারা অপরাধ। কিন্তু দুটোই নাইটরা করেছে।
এরসঙ্গে শ্রেয়স আইয়ারের বোধবুদ্ধিশূন্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে হবে। ফলে প্রতিপক্ষের পরিকল্পনাহীন ক্রিকেটের ফায়দা চেন্নাই যে তুলবে তাতে আশ্চর্য কি। ঋতুরাজ গাইকোয়াড় ফায়দা তুলতে ভুল করেননি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শিবম দুবে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে 28 রানে আউট হলেন শিভম দুবে৷ শিভম আউট হতেই মাঠে নামলেন ধোনি৷ যাকে দেখার প্রত্যাশায় ছিল চিপক৷ তবে তিনি খেললেন মাত্র একটাই বল৷ অধিনায়ক ঋতুরাজ থাকলেন 62 রানে অপরাজিত। বল বাকি থাকতে সহজ জয় তুলে নিয়ে ফের হলুদ ঝড় চিপকে।
নাইট ব্যাটিং তাণ্ডব মুখ থুবড়ে পড়ল চতুর্থ ম্যাচে। চলতি আইপিএলে সবচেয়ে কম রানের ইনিংস নাইটদের। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স নয় উইকেটে 137 রানে শেষ। গত তিনটে ম্যাচে যেখানে নাইট ব্যাটাররা প্রথম বল থেকে পঞ্চম গিয়ারে ব্যাট করেছেন সেখানে চিপক স্টেডিয়ামে শুরুটাই বড় ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে রান ওঠার আগেই ফিরে যান ফিল সল্ট।