পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

উন্নয়ন ও শান্তির বার্তাই বহন করে আন্তর্জাতিক ক্রীড়া দিবস, রইল থিম-ইতিহাস থেকে তাৎপর্য - International Sport Day - INTERNATIONAL SPORT DAY

International Sport Day: উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস ৷ যা আজকের দিন অর্থাৎ 6 এপ্রিল পালন করা হয় ৷ স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যত বেশি সংখ্যক প্লেয়ারকে খেলাধুলায় প্রবেশাধিকার দেয়।

International Sport Day
International Sport Day

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 3:38 PM IST

হায়দরাবাদ, 6 এপ্রিল:সময়ের সঙ্গে জীবনে খেলাধুলো-শরীরচর্চার চল কমছে। অথচ কাজের চাপের মাঝে শারীরিক এবং মানসিকভাবে তরতাজা থাকতে খেলার বিকল্প নেই ৷ তাই রাষ্ট্রসংঘ (ইউএন) প্রতি বছর 6 এপ্রিল সামাজিক পরিবর্তনের প্রচারে খেলাধুলোর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করে। সমাজকে সুস্থ-সবল করে তুলতে অপরিহার্য খেলাধুলো ৷ আর এটাই থিম আন্তর্জাতিক ক্রীড়া দিবসের ৷

উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবসের ইতিহাস-

  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এবং রাষ্ট্রসংঘ সামাজিক (UN) খেলাধুলোকে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই সংস্থাই বিশ্বজুড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মান উন্নত করতে খেলাধুলোকেই একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করে ৷
  • 23 অগস্ট, 2013 ৷ রাষ্ট্রসংঘ ঘোষণা করে, উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস প্রতি বছর 6 এপ্রিল পালিত হবে। ঘটনাক্রমে এদিনেই 1896 সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন হয় ৷ 2014 সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়ে আসছে ৷

উন্নয়ন এবং শান্তিতে খেলাধুলোর ভূমিকা-

2015 সালে রাষ্ট্রসংঘ ঘোষণা করে, খেলাধুলো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সহায়ক ৷ সহনশীলতা এবং সম্মানের প্রচারে উন্নয়ন ও শান্তির উপলব্ধিতে খেলাধুলোর ক্রমবর্ধমান অবদান এবং এটির অবদানকে মূল্যায়ন করে ৷ মহিলা ও পুরুষ, ব্যক্তি ও সম্প্রদায়ের ক্ষমতায়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির উদ্দেশ্য তৈরি করে। খেলাধুলোয় অংশগ্রহণ ব্যক্তিগত বিকাশের দিকে টেনে নিয়ে যায় ৷ এছাড়াও খেলাধুলো সামাজিক সংহতি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রবর্তক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংঘাত-আক্রান্ত অঞ্চলে খেলাধুলা-ভিত্তিক উন্নয়ন এবং শান্তি-নির্মাণ প্রকল্পের উত্থান উদাহরণ দেয় যে, খেলাধুলো কীভাবে সংঘাত কমাতে সক্ষম হয়েছে যা অন্যথায় বাড়তে পারে। যেটি বৃহত্তর সম্প্রদায়ের মধ্যেও কাম্য ৷ তরুণদের পরিচিতি এবং নেটওয়ার্কগুলির বিকাশের মাধ্যমে সামাজিক পুঁজি অর্জনের সুযোগ দেয় ৷ এছাড়াও শরীর-স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলোর গুরুত্ব অনেক ৷ এছাড়াও খেলার মাধ্যমে তৈরি হয় একাত্মবোধ। ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে একসঙ্গে সবাইকে নিয়ে চলার পাথেয় হিসেবে যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করেন সকলে।

আরও পড়ুন:

  1. আমাকে বোকা বলো না...
  2. খিঁচুনি বা মৃগী আক্রান্তের মুখে চামচ নয়, সচেতনতার পথ দেখালেন বিশিষ্ট নিউরোলজিস্ট
  3. কেন আলাদা করে বিশ্ব থিয়েটার দিবস পালিত হয়, জানুন তাৎপর্য-ইতিহাস ও গুরুত্ব

ABOUT THE AUTHOR

...view details