প্য়ারিস, 25 জুলাই: দ্বিতীয় সর্বাধিক অ্য়াথলিট নিয়ে এবারের অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করতে চলেছে ভারত ৷ টোকিয়োয় অংশগ্রহণ করেছিলেন 121 জন অ্যাথলিট, তুলনায় প্য়ারিসে সংখ্যাটা চার কম ৷ তবে পদক সংখ্যায় টোকিয়োকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য ভারতীয় দলের ৷ টার্গেট অবশ্যই পদকসংখ্যাকে দু'অঙ্কে নিয়ে যাওয়া ৷
টোকিয়োয় ভারতের ঝুলিতে এসেছিল একটি সোনা-সহ 7টি পদক ৷ গত অলিম্পিক্সে নীরজ চোপড়ার বর্শা ছু়ড়ে স্বর্ণপ্রাপ্তি নিঃসন্দেহে প্যারিসে উদ্বুদ্ধ করবে ভারতীয় অ্যাথলিটদের ৷ কিন্তু নীরজ চোপড়া ছাড়া নিশ্চিতভাবে অন্য কারও থেকে পদকের আশা করতে পারছেন না কেউই ৷ যদিও তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে পদকজয়ের সম্ভাবনা রয়েছে অনেকের থেকেই ৷
একনজরে ভারতীয় দল:
প্যারিস থেকে ভারতীয় ক্রীড়া অনুরাগীদের পদক প্রত্যাশা যাঁদের থেকে সবচেয়ে বেশি, তাঁরা হলেন নীরজ চোপড়া এবং পুরুষ ব্যাডমিন্টনে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটির উপর ৷ অর্ধেকেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন অ্যাথলেটিক্স (29), শুটিং (21) এবং হকি (19) থেকে ৷ এই তিন বিভাগে 69 জন অ্যাথলিটের মধ্যে 40 জনই যদিও প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে এবছর ৷
অর্থাৎ, প্যারিস থেকে ভারতকে যদি দু'অঙ্কের পদক নিয়ে ফিরতে হয় সেক্ষেত্রে অ্যাথলেটিক্স থেকে সাফল্য অবশ্যম্ভাবী ৷ বিভিন্ন বিভাগে অভিজ্ঞ যে সকল অ্যাথলিটদের দিকে দেশবাসী তাকিয়ে থাকবেন তাঁরা অবশ্যই -দু'বারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার পিভি সিন্ধু, টেনিস তারকা রোহন বোপান্না, অভিজ্ঞ প্যাডলার অচিন্ত্য শরথ কমল এবং হকি গোলরক্ষক পিআর শ্রীজেশ ৷
ভারতের পদক সম্ভাবনা:
- ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে গতবছর প্রথম পদক এনে দেওয়া সোনাজয়ী নীরজ চোপড়াকে ঘিরেই এবার অবর্তিত হচ্ছে ভারতের পদকের আশা ৷ 90 মিটারের নজির ছুঁয়ে ফের পোডিয়াম শীর্ষে ফিনিশ করুক পানিপথের ছেলে, প্রত্যাশা তেমনই ৷ শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু এবং কুস্তিগির সুশীল কুমার নজির ছুঁয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক্স পদকজয়ের হাতছানি নীরজের সামনেও ৷
- পদকজয়ের সম্ভাবনায় তালিকায় দ্বিতীয়স্থানে অবশ্যই পুরুষ ব্যাডমিন্টনে ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ৷ বিশ্বের পয়লা নম্বর জুটি হিসেবেই প্য়ারিসে পদকজয়ের লক্ষ্যে নামবেন তাঁরা ৷
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি (টুইটার) - ভারতের পদকপ্রাপ্তির আরেক সম্ভাবনাময় বিভাগ অবশ্যই শুটিং ৷ মনু ভাকের, সৌরভ চৌধুরি, সিফত কুমার সামরা (50 মিটার রাইফেল থ্রি-পজিশনস), সন্দীপ সিং (10 মিটার এয়ার রাইফেলস), ঐশ্বর্য প্রতাপ সিং তোমারকে (পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি-পজিশনস) ঘিরে রয়েছে প্রত্যাশা ৷
- গত দু'বছর ব্যাডমিন্টন থেকে দেশকে পদক এনে দেওয়া পিভি সিন্ধুর থেকে পদকের আশা তো থাকবেই ৷
- সবশেষে অবশ্যই তিরন্দাজি ৷ বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় ভূরি-ভূরি সাফল্য সত্ত্বেও অলিম্পিক্সে ডাহা ব্যর্থ হন ভারতীয় তিরন্দাজরা ৷ সেই ধারা বদলে তিরন্দাজিতে প্রথম অলিম্পিক্স পদক আসুক ভারতের ঘরে, প্রত্য়াশা ক্রীড়া অনুরাগীদের ৷