প্যারিস, 30 অগস্ট:অলিম্পিক্সে হয়নি ৷ প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই সোনা ঘরে তুলল ভারত ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনি লেখারা ৷ প্যারা-অলিম্পিক্স রেকর্ড গড়ে পোডিয়াম শীর্ষে অবনি ৷ 249.7 পয়েন্টে নয়া রেকর্ড গড়লেন তিনি ৷ একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মোনা আগরওয়াল ৷
এদিন স্টেজ ওয়ানের শুরুতে পিছিয়ে পড়েছিলেন অবনি ৷ অনেকটাই এগিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লি আনরি ৷ স্টেজ টু’র শুরু থেকেই একের পর এক চাঁদমারি ভেদ করা শটে ম্যাচে ফেরেন লেখারা ৷ শেষ পর্যন্ত দেখা যায়, শীর্ষেই শুধু নয়, নিকটতম প্রতিদ্বন্দ্বী লি’র (246.8) থেকে অনেকটাই এগিয়ে তিনি ৷ শেষ শটে 6.8 মেরে পিছিয়ে পড়েন আনরি ৷ অন্যদিকে 228.7 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল ৷ 37 বছর বয়সি শুটারের এটাই প্রথম অলিম্পিক্স মেডেল ৷