পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্পেন 'বধে' হকিতে ফের ব্রোঞ্জ, 52 বছর পর অলিম্পিক্সে পদক ধরে রাখল ভারত - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

INDIAN HOCKEY TEAM WIN BRONZE: অলিম্পিক্সে 52 বছর পর পদক ধরে রাখল ভারতীয় হকি দল ৷ স্পেনকে হারিয়ে টোকিয়োর পর প্যারিসেও পোডিয়াম ফিনিশ করল তারা ৷ ফ্রান্সের রাজধানীতে স্পেনকে 2-1 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন হরমনপ্রীতরা ৷

INDIAN HOCKEY TEAM WIN BRONZE
গোল করার পথে হরমনপ্রীত (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 7:17 PM IST

Updated : Aug 8, 2024, 7:43 PM IST

প্যারিস, 8 অগস্ট: অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ধরে রেখে গোলরক্ষক পিআর শ্রীজেশকে বিদায় স্মরণীয় রাখলেন তাঁর সতীর্থরা ৷ স্পেনকে 2-1 গোলে হারিয়ে টোকিয়োর পর প্যারিসেও পোডিয়াম ফিনিশ করল ভারতীয় হকি দল ৷ 52 বছর পর টানা দু'টি অলিম্পিক্সে পদক জিতে নিল ভারতীয় হকি ৷ জোড়া গোলে বৃহস্পতিবার ভারতের জয়ের নায়ক অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ দ্বিতীয়ার্ধে জোড়া পেনাল্টি কর্নার থেকে সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টে 10 গোল করে ফেললেন তিনি ৷

যদিও শুরুতে এদিন পিছিয়ে পড়েছিল ভারতীয় দল ৷ প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও কোনও পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি ভারত ৷ তবে দ্বিতীয়ার্ধে ম্য়াচে ফেরে স্পেন ৷ 18 মিনিটে আক্রমণে ঝড় তুলে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় স্পেন ৷ গোল করতে ভুল করেননি মার্ক মিরালেস ৷ দ্বিতীয় কোয়ার্টারে আধিপত্য বজায় রেখে প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করে স্পেন ৷

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ভারতীয় দল ৷ তিন মিনিটের ব্যবধানে জোড়া পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং ৷ অধিনায়ক প্রথম গোলটি করেন 30 মিনিটে ৷ 33 মিনিটে অর্থাৎ, তৃতীয় কোয়ার্টারে ব্য়বধান বাড়িয়ে নেয় ভারত ৷ শেষ পর্যন্ত রক্ষণ জমাট করে সেই লিড ধরে রাখে ভারত ৷ এদিন সারা ম্যাচে 9টি পেনাল্টি কর্নার থেকে কোনও গোল হজম করেনি ভারত ৷ যা ভারতের জয়ের পিছনে মুখ্য ভূমিকা নিয়েছে ৷

শেষ আন্তর্জাতিক ম্যাচে বেশ কিছু ভালো করেন শ্রীজেশও ৷ সবমিলিয় প্যারিসে ব্রোঞ্জ জয়ে অলিম্পিক্সে 13টি পদক জয় হয়ে গেল ভারতের ৷ এর আগে 1972 মিউনিখ অলিম্পিক্সে শেষবার পদক ধরে রেখেছিল ভারতীয় হকি ৷ অর্থাৎ, 52 বছর বাদে ফিরল ইতিহাস ৷

Last Updated : Aug 8, 2024, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details