প্যারিস, 8 অগস্ট: অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ধরে রেখে গোলরক্ষক পিআর শ্রীজেশকে বিদায় স্মরণীয় রাখলেন তাঁর সতীর্থরা ৷ স্পেনকে 2-1 গোলে হারিয়ে টোকিয়োর পর প্যারিসেও পোডিয়াম ফিনিশ করল ভারতীয় হকি দল ৷ 52 বছর পর টানা দু'টি অলিম্পিক্সে পদক জিতে নিল ভারতীয় হকি ৷ জোড়া গোলে বৃহস্পতিবার ভারতের জয়ের নায়ক অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ দ্বিতীয়ার্ধে জোড়া পেনাল্টি কর্নার থেকে সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টে 10 গোল করে ফেললেন তিনি ৷
যদিও শুরুতে এদিন পিছিয়ে পড়েছিল ভারতীয় দল ৷ প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও কোনও পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি ভারত ৷ তবে দ্বিতীয়ার্ধে ম্য়াচে ফেরে স্পেন ৷ 18 মিনিটে আক্রমণে ঝড় তুলে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় স্পেন ৷ গোল করতে ভুল করেননি মার্ক মিরালেস ৷ দ্বিতীয় কোয়ার্টারে আধিপত্য বজায় রেখে প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করে স্পেন ৷