প্যারিস, 1 অগস্ট: অলিম্পিক্সের মাঝেই গাড়ি দুর্ঘটনায় ভারতীয় গল্ফার দীক্ষা ডাগর ৷ মঙ্গলবার রাতে বাবা-মা’কে নিয়ে ইন্ডিয়া হাউস থেকে ফিরছিলেন তিনি ৷ সেসময়েই তাঁদের গাড়িতে আরেকটি গাড়ি এসে ধাক্কা মারে ৷ মেরুদণ্ডে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি দীক্ষার মা ৷ যদিও সুস্থই রয়েছেন দীক্ষা ৷
জানা গিয়েছে, চিকিৎসার জন্য বেশ কয়েকদিন হাসপাতালে থাকত হবে দীক্ষার মা’কে ৷ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে চোট কতটা গুরুতর । যদিও দুর্ঘটনার কবলে পড়লেও বিশেষ ক্ষতি হয়নি দীক্ষার ৷ 7 অগস্ট দীক্ষার ইভেন্ট রয়েছে ৷ সিডিউল মেনেই নামবেন ভারতীয় গল্ফার ৷ নির্ধারিত সময়ে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি ৷