হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: খেতাবের আশা টিকিয়ে রাখতে সোমবার সিরিয়ার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও পথ নেই ভারতের সামনে। ইন্টারকন্টিনেন্টাল কাপে প্রথম ম্যাচে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভারত। মানোলো মার্কুয়েজ জমানার প্রথম ম্য়াচ মোটেই ভালো যায়নি 'মেন ইন ব্লু'র জন্য ৷ ব়্যাংকিংয়ে বহু পিছনে থাকা দলের বিরুদ্ধে ভারতীয় ফুটবলাররা শারীরিক এবং স্কিলে টেক্কা দিতে ব্যর্থ। ফলে গোলমুখ খুলতেই পারেননি অনিরুদ্ধ থাপা, লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল আব্দুল সামাদরা। অথচ মরিশাসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে সিরিয়া।
প্রথম ম্যাচে 2-0 গোলে জিতে সিরিয়া সোমবার ভারতের বিরুদ্ধে নামবে। এই অবস্থায় ত্রিদেশীয় টুর্নামেন্টে টিকে থাকতে মানোলো মার্কুয়েজের কাছে ম্যাচটি ডু অর ডাই। পরিস্থিতি কঠিন বুঝতে পেরে টিম হোটেলে জন্মদিন পালন করতে দেননি স্প্যানিয়ার্ড । সিরিয়া ম্যাচ নিয়ে মানোলোর চিন্তার কারণ, প্রতিপক্ষ শিবিরের 10 ফুটবলার ইউরোপ এবং লাতিন আমেরিকার ক্লাবে খেলেন। তাই লড়াইটা সহজ হবে না, তা বিলক্ষণ জানেন ছাংতেদের নয়া কোচ।