পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মালয়েশিয়ায় কোহলির প্লেটে আরশোলা ! ডায়েট ভুললেন বিরাট ? - Virat Kohli Food - VIRAT KOHLI FOOD

Virat Kohli Almost Ate Cockroach: ফিটনেস সম্পর্কে বরাবর সচেতন ৷ ডায়েটের বিষয়ে ভীষণ কড়া বিরাট কোহলি ৷ শীর্ষে পৌঁছতে নিজেকে কঠোর নিয়মে বেঁধেছেন ৷ সেই বিরাটের পাতেই পড়েছিল আরশোলা ৷ তারপর কী হয়েছিল জানেন ?

Virat Kohli Almost Ate Cockroach
মালয়েশিয়ায় আরশোলা খেলেন বিরাট ? (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 13, 2024, 2:36 PM IST

Updated : Sep 13, 2024, 9:47 PM IST

হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর:ক্রিকেট বিশ্বে ‘ফিটনেস ফ্রিক’দের তালিকায় তাঁর নামটা উপরের দিকে থাকবে ৷ মাঠে তিনি বহু খেলোয়াড়ের কাছে আদর্শ ৷ তিরিশ পেরিয়েও তাঁর ফিটনেস লজ্জা দেয় তরুণ ক্রিকেটারদেরও ৷ নিজেকে শুধু কড়া নিয়মেই বাঁধেননি, কেরিয়ারের জন্য ছেড়েছেন লোভনীয় খাবারও ৷ গত কয়েক বছরে ভেগান ডায়েটই বিরাটের সঙ্গী ৷ সেই কোহলির প্লেটেই আরশোলা ! তবে কী ডায়েট ভুললেন ক্রিকেটের রাজা ?

সম্প্রতি সামনে এসেছে এরকমই এক ঘটনা ৷ বিরাট জানিয়েছিলেন, মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি ৷ সেখানেই আরশোলা খেয়ে নিতে বসেছিলেন কোহলি ৷ কী হয়েছিল ?

বিরাটের পাতেই এবার পড়ল আরশোলা (ইটিভি ভারত)

নিজের সংস্থা রোগনের (Wrogn) প্রচারে এক সাক্ষাৎকারে কোহলি বলেন, 2015 সালের ঘটনা ৷ মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি ৷ সেখানে বিভিন্ন পতঙ্গ খাওয়ার চল রয়েছে ৷ সেরকমই এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি ৷ সেখানে খাবারের সঙ্গে আচার নেন পাতে ৷ খানিক পরেই ভুল ভাঙে ৷ সঙ্গে থাকা একজন সতর্ক করেন, যেটিকে আচার ভেবে বিরাট প্লেটে নিয়েছেন, সেটি আদতে আরশোলার একটি পদ ৷

তা শোনার পরেই ভুল ভাঙে কোহলির ৷ সাক্ষাৎকারে জানান, ওই ব্যক্তি সতর্ক না-করলে আরশোলা হয়তো খেয়েও নিতে পারতেন তিনি ৷ নিজের খাবারের বিষয়ে সচেতন বিরাট কী করে এই ভুল করলেন, তা নিয়েই আলোচনা চলছে নেটপাড়ায় ৷ অন্যদিকে 9 মাস পর টেস্ট ক্রিকেট ফিরছেন কোহলি ৷ বাংলাদেশের বিরুদ্ধে দেশের জার্সি নামবেন বিরাট ৷ জোড়া মাইলফলকও অপেক্ষা করছে তাঁর জন্য ৷ 57 রান করলেও সচিনের একটি রেকর্ড শুধু ভাঙবেনই না, 147 বছর পর নয়া রেকর্ডও গড়বেন কোহলি ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 13, 2024, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details