নয়াদিল্লি, 19 জানুয়ারি:প্রতিবেশী দেশ নেপালকে উড়িয়ে প্রথমবার খো-খো বিশ্বকাপের খেতাব জিতে নিল ভারতীয় মেয়েরা ৷ অধিনায়ক প্রিয়াঙ্কা-সহ তাঁর সতীর্থরা যেভাবে দৌড়লেন তাতে রাজধানীর মাটিতে সবার উপরে উঠল তেরঙা ৷ রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে 78-40 ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
মেয়েদের পর নেপালকে হারিয়ে খেতাব জিতে নিল পুরুষরাও ৷ কয়েকঘণ্টার ব্যবধানে পুরুষদলের জয়ের ব্যবধান 54-36 ৷ অর্থাৎ, অভিষেক বিশ্বকাপে দেশের মাটিতে সেরার তাজ দু'দলেরই মাথায় ৷ পুরুষদলের জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক প্রতীক ওয়াইকর এবং রামজী কাশ্যপ ৷
মেয়েদের ফাইনালে এদিন টসে জিতে প্রথমে ডিফেন্স করার সিদ্ধান্ত নেয় নেপাল। কিন্তু অধিনায়ক প্রিয়াঙ্কা-সহ বাকিদের গতিতে প্রথম টার্নেই ভারতের স্কোর দাঁড়ায় 34-0 ৷ দ্বিতীয় টার্নে মরিয়া নেপাল পাল্টা আঘাত হানে ভারতের উপর। এই টার্নে ব্যবধান 35-22 কমিয়ে আনে প্রতিবেশী দেশ নেপাল ৷ তবে পুনরায় ছন্দ ফিরে পায় ভারত। এগিয়ে যায় 73-24 পয়েন্টে। তবে শেষ পর্যন্ত কাপ জিততে অসুবিধা হয়নি ভারতের মহিলাদের। নেপাল চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ শেষপর্য়ন্ত 78-40 ব্যবধানে পয়েন্টে জিতে যায় ভারত।