পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তিন মাস পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, রোহিতদের হারের বদলা নিতে মুখিয়ে ভাইরা - ভারত ও অস্ট্রেলিয়া

U-19 World Cup Final: গত বছর 19 নভেম্বর বিশ্বকাপ মহারণে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া ৷ এবার যুব বিশ্বকাপেও এক ছায়া ৷ রবিবার 11 ফেব্রুয়ারি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে মুখোমুখি হিউব ওয়েবগেন ও উদয় শাহারানের দল ৷ উদয় সাহারান, মুশির খান, সচিন ধাসরা পারবেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের বদলা নিতে?

বিসিসিআই এক্স
U-19 World Cup Final

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 2:05 PM IST

বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 10 ফেব্রুয়ারি:অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মহারণ অনুষ্ঠিত হতে চলেছে রবিবার ৷ প্রথম সেমিতে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে 106 হারিয়ে গোল্ডেন টিকিট হাতে পায় ভারতের যুবরা ৷ অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাতে পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছয় অজিরা ৷ ফলত 84 দিনের মাথায় ফের একবার বিশ্বকাপ ফাইনালে হতে চলেছে ইন্দো-অজি দ্বৈরথ ৷

গতবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও তাঁর বদল চান না অধিনায়ক উদয়। তবে চান বদলা। সেমিফাইনালে দুরন্ত পারফরম্য়ান্স করেছেন অধিনায়ক উদয় সাহারান ৷ তাঁর সঙ্গে আরও এক সচিনের উদয় হয়েছে ৷ তরুণ এই ব্যাটার সচিন ধাস 96 রানের অনবদ্য় ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন ৷ তাই তাঁদের দিকে নজর থাকবে ৷ নজর থাকবে বোলার রাজ লিম্বানি ও মুশির খানের দিকেও ৷

নভেম্বরে বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা, বিরাট কোহলিদের হারের বদলা নেওয়ার সুযোগ ভাইদের সামনে। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। লড়াই সেই 50 ওভারের। অস্ট্রেলিয়াকে হারিয়ে ষষ্ঠবার দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করতে মুখিয়ে রয়েছেন উদয় সাহারান নেতৃত্বাধীন দেশের যুবরা ৷ এখনও পর্যন্ত 8 বার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত ৷ তার মধ্যে সবচেয়ে বেশি পাঁচ বার যুব বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে তাঁরা।

এর আগে ভারত খেতাব জেতে 2000, 2008, 2012, 2018 ও 2022 সালে। এছাড়াও 2006, 2016 ও 2020 সালে ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। অর্থাৎ, এই নিয়ে সবচেয়ে বেশি 9 বার যুব বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া 1988, 2002 ও 2010 সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ভারতের পরে যুব বিশ্বকাপের দ্বিতীয় সফলতম দল তাঁরাই । এছাড়া আরও দু'বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাজিত হয় অস্ট্রেলিয়া। এই নিয়ে তারা মোট 6বার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনাল খেলছে ৷

আরও পড়ুন:

  1. একটা পার্টনারশিপ ম্যাচে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাসী ছিলেন দেশকে ফাইনালে তোলা অধিনায়ক
  2. অধিনায়ককে সঙ্গী করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুললেন সচিন, ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান!
  3. একশো ওভারের খেল খতম মাত্র একত্রিশেই, 8 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' অজিদের

ABOUT THE AUTHOR

...view details