বার্বাডোজ, 29 জুন: প্রথমবার ক্য়াবিনেটে আইসিসি ট্রফি তোলার হাতছানি দক্ষিণ আফ্রিকার ৷ অন্যদিকে ভারতের সামনে সুযোগ আইসিসি ইভেন্টে 11 বছরের ট্রফি খরা কাটানোর সুযোগ ৷ সবমিলিয়ে এক উপভোগ্য টি-20 বিশ্বকাপ ফাইনালের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব ৷ মেগা ফাইনালে টস জিতলেন রোহিত শর্মা ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক ৷
বার্বাডোজে শনিবাসরীয় ফাইনালে কাঁটা হতে পারে বৃষ্টি ৷ শুধু তাই নয়, গর্ডন গ্রিনিজ-গ্যারফিল্ড সোবার্সদের প্রদেশে হ্যারিকেন ধেয়ে আসারও আভাস রয়েছে ম্য়াচ চলাকালীন ৷ তবে ম্য়াচের দিন সকালে এখনও পর্যন্ত বৃষ্টি না-হওয়ায় যথাসময়েই অনুষ্ঠিত হল টস ৷ প্রতিপক্ষের উপর রানের বোঝা চাপানোর লক্ষ্যে প্রথমে ব্যাটিং নিলেন ভারত অধিনায়ক ৷ ফাইনালের বাড়তি চাপ নিয়ে 'হিটম্যান' জানান, দলের প্রত্যেকে নিজেদের কাজ ঠিকঠাক করলেই কার্যসিদ্ধি হবে ৷ বাড়তি চাপ নয়, বরং বড় দলের বিরুদ্ধে আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্য়াচকে দেখছেন রোহিত ৷