পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

যুবভারতীতে ভারত-কুয়েত দ্বৈরথ, স্টিম্যাচের ‘অনুরোধে’ রাজি কল্যাণ

India vs Kuwait match in Kolkata: জুনের শুরুতেই কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের ৷ বিশ্বকাপ যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডে পৌঁছতে ওই ম্যাচ জিততেই হবে সুনীল ছেত্রীদের ৷ যুবভারতীর দর্শকঠাসা স্টেডিয়ামে কুয়েত ম্যাচ খেলতে চেয়ে আর্জি জানিয়েছিলেন দলের হেডস্যর ইগর স্টিম্যাচ ৷ সূত্রের খবর, জাতীয় দলের কোচের ওই আর্জি মেনে নিয়েছেন ফেডারেশন সচিব কল্যাণ চৌবে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 5:05 PM IST

কলকাতা, 11 মার্চ:আগামী 6 জুন ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামছে ভারত ৷ সবকিছু ঠিক থাকলে যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে দুই দল ৷ সূত্রের খবর, ভারতীয় ফুটবলের মক্কায় প্রাক-বিশ্বকাপের ম্যাচটি করতে অনুরোধ করেছিলেন জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ সেই অনুরোধে সবুজ সংকেত দিয়েছেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ।

2026 ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে এখনও দু’টি ধাপ পেরোতে হবে ভারত ৷ এই মুহূর্তে ভারত কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে রয়েছে ৷ যেখানে আগামী 6 জুন ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে খেলবে ভারত ৷ আর তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে হলে, এই ম্যাচ জেতা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ ফেডারেশন প্রেসিডেন্ট কল্যান চৌবেকে অনুরোধ করেছিলেন, 6 জুন কুয়েতের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচটি কলকাতায় আয়োজন করতে । তাঁর সেই অনুরোধেই সবুজ সংকেত মিলেছে বলে খবর । ডার্বির শেষে অবশ্য সে বিষয়ে মুখ খোলেননি স্টিম্যাচ ৷

ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে এশিয়া লেগ থেকে ভারত গ্রুপ-এ তে রয়েছে ৷ যেখানে ভারতীয় দলের প্রতিপক্ষ কুয়েত, কাতার এবং আফগানিস্তান ৷ 21 মার্চ সৌদি আরবে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত ৷ 26 মার্চ গুয়াহাটিতে সুনীলদের প্রতিপক্ষ কাতার ৷ পরের রাউন্ডে কোয়ালিফাই করার জন্য কুয়েত ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ৷ তা জিতলে ইতিহাসে প্রথমবার ভারত ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে পৌঁছবে ৷ যুবভারতীতে সমর্থক ঠাসা স্টেডিয়ামে নামলে মানসিকভাবে এগিয়ে থাকবে ‘মেন ইন ব্লু’ ৷

ডার্বি দেখে আপ্লুত স্টিম্যাচ...

রবিবাসরীয় আইএসএল ডার্বির সাক্ষী থাকতে যুবভারতীতে এসেছিলেন সুনীল ছেত্রীদের হেডস্যর ইগর স্টিম্যাচ । মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ, সমর্থকদের আবেগ দেখে উচ্ছ্বসিত স্টিম্যাচ ৷ মুখে মৃদু হাসি ধরে রেখে পরিবেশটা উপভোগ করছিলেন । ডার্বিতে ইস্টবেঙ্গলকে ‘বধ’ করার আনন্দে প্রায় মধ্যরাতেও আনন্দে আত্মহারা বাগান সমর্থকরা । ফুটবল পাগল জনতার এই উচ্ছ্বাস দেখে বিস্মিত ক্রোয়েশিয়ান ফুটবল ম্যানেজার ।

স্টিম্যাচ বলেন, “মোহনবাগান যোগ্য দল হিসেবে জিতেছে । ডার্বি দেখে অত্যন্ত খুশি । আমার কাছে বি‌শালের পেনাল্টি বাঁচানোটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত । আমার চোখে ওই ম্যাচের সেরা ।”

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে প্রবেশে কুয়েত ম্যাচ গুরুত্বপূর্ণ, বললেন স্টিম্যাচ
  2. ভারতীয় দল বাছাইয়ে জ্যোতিষের পরামর্শ ! ইগর স্টিম্যাচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
  3. ডার্বি জিতে আইএসএলের শীর্ষে মোহনবাগান, দশে ইস্টবেঙ্গল

ABOUT THE AUTHOR

...view details