ধরমশালা, 7 মার্চ: শুরুটা দারুণ করলেও ভারতীয় স্পিনের ঘূর্ণিতে বেসামাল ইংল্য়ান্ড ৷ লাঞ্চের আগে মাত্র 2টি উইকেট হারালেও তারপর কূলদীপ যাদব ও ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংরেজ ইনিংস ৷ কূলদীপের 5 ও অশ্বিনের জোড়া উইকেটে স্কোরবোর্ডে দু'শো রান তোলার আগে 8 উইকেট হারিয়ে ধুঁকছে স্টোকস অ্যান্ড কোং ৷ চা-বিরতিতে 8 উইকেটে 194 রান তুলেছে ইংল্যান্ড ৷
সিরিজ জেতা হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ তবু ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা ধরমশালায় সিরিজের শেষ টেস্টকে মোটেই হালকাভাবে নেয়নি রোহিত শ অ্যান্ড কোং ৷ সিরিজ 4-1 করার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে মাঠে নামে টিম ইন্ডিয়া ৷
আগেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন অশ্বিন ৷ ধরমশালায় পাহাড় ঘেরা ছবির মতো সুন্দর শহরে শততম টেস্ট খেলতে নামেন তামিল অফ-স্পিনার ৷ যদিও ধরমশালায় টসভাগ্য সঙ্গ দিল না রোহিতকে ৷ টস জিতে প্রথমে ব্য়াটিংয়ে সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ৷