পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুই না তিন, রাজকোটে অভিষেক ক'জনের? প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা ভারতীয় ড্রেসিংরুমে

India vs England 3rd Test in Rajkot: তৃতীয় টেস্টের আগে বেজায় সমস্যা তৈরি হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টর জন্য ৷ কাকে রেখে, কাকে বাদ দেবেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা ৷ শুনতে ভালো লাগলেও, আদতে প্রথম একাদশ বাছাইয়ের উপর সিরিজের এগিয়ে বা পিছিয়ে থাকা নির্ভর করছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 4:22 PM IST

রাজকোট, 14 ফেব্রুয়ারি: চোট ও ব্যক্তিগত কারণে ভারতীয় দলের সঙ্গে নেই দুই সিনিয়র ক্রিকেটার কেএল রাহুল এবং বিরাট কোহলি ৷ তাঁদের বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ ৷ কিন্তু কাকে খেলানো হবে বৃহস্পতিবারের রাজকোট টেস্টে? এটাই এখন বড় প্রশ্ন টিম ম্যানেজমেন্টের সামনে ৷ বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক হয়েছে রজত পাতিদারের ৷ এবার তৃতীয় টেস্টও দু’টি নাম উঠে আসছে ৷ একজন মুম্বইয়ের সরফরাজ খান এবং দ্বিতীয়জন কেএল রাহুলের বদলি হিসেবে দলে আসা দেবদূত পাড়িক্কল ৷ তাঁদের মধ্যে একজন, না কি দু’জনেরই অভিষেক হবে? এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বড় প্রশ্ন ৷

উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেও ভারতীয় দলে সুযোগ হয়নি সরফরাজ খানের ৷ মুম্বইকর হয়েও ভারতীয় দলের প্রাথমিক স্কোয়াডে কোনওদিন ডাক পাননি ৷ অবশেষে দ্বিতীয় টেস্টের আগে প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ৷ কিন্তু, টেস্ট অভিষেক হয়নি তাঁর ৷ এবার সেই সুযোগ রয়েছে ৷ টপ-অর্ডারে বদলের সুযোগ নেই ৷ গত ম্যাতে টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তিনিও টেস্ট ক্রিকেটে একবছর হয়ে গিয়েছে সেঞ্চুরি পাননি ৷ তিন নম্বর শুভমন গিল গত ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গা আপাতত বাঁচিয়ে নিয়েছেন ৷

চারে শ্রেয়স আইয়ার নেই চোটের কারণে ৷ এই চার নম্বরের জন্যই এবার লড়াই চলছে ৷ এখানে কর্ণাটকের বাঁ-হাতি দেবদূত পাড়িক্কল না মুম্বইয়ের সরফরাজ খান, কাকে খেলানো হবে ? সেই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে ৷ সুযোগের হিসাব ধরে সরফরাজের পাল্লা ভারী ৷ আবার এমনও সম্ভাবনা প্রবল যে, দু’জনের একসঙ্গে টেস্ট অভিষেক হতে পারে ৷ সেক্ষেত্রে রজত পাতিদারকে একম্যাচ সুযোগ পেয়েই বাইরে বসতে হবে ৷ কিন্তু, সেটা কি করবেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা ?

আগামিকালের ম্যাচে উত্তরপ্রদেশের উইকেট-কিপার ব্যাটার ধ্রুব জুরেলের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনাও প্রবল ৷ অন্তত ভারতীয় দলের ড্রেসিংরুমে তাঁর গতিবিধি এবং বোর্ডের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁকে নিয়ে স্পেশাল ভিডিয়োর বহর দেখে সেটাই মনে হচ্ছে ৷ সেক্ষেত্রে শ্রীকর ভরতকে সাইডলাইনে বসতে হবে ৷ ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দেওয়ার পর, ভরতকে একাধিক সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, বিদেশের মাঠ দূরের কথা, ঘরের মাঠেও তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি ভরত ৷ ফলে 23 বছরের তরুণ ধ্রুব জুরেলের টেস্ট অভিষেক হওয়াও সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে ৷ আর তেমনটা হলে, রাজকোটের নতুন নামাঙ্কিত নিরঞ্জন শাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অন্তত দু’জনের টেস্ট অভিষেক হওয়া প্রায় নিশ্চিত ৷

কিন্তু, দীর্ঘদিন পর টেস্ট দলে সুযোগ পেয়েও ফের বাদ পড়তে পারেন কুলদীপ যাদব ৷ কারণ, রবীন্দ্র জাদেজা স্কোয়াডে যোগ দিয়েছেন ৷ তিনি ম্যাচ ফিট হলে সরাসরি 7 নম্বরে ঢুকবেন ৷ ব্যাটিংয়ের কথা চিন্তা করে অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে রেখে দেওয়ার সম্ভাবনা বেশি ৷

আরও পড়ুন:

  1. বিধ্বংসী শতরানে দলকে জিতিয়ে অ্যাডিলেডের 'অভিশপ্ত' রাত নিয়ে মুখ খুললেন ম্যাক্সওয়েল
  2. লড়লেন শুধু শাহবাজ, জলজের ঘূর্ণিতে বাংলার ভরাডুবি; রঞ্জি শেষ মনোজদের
  3. ষষ্ঠ খেতাবের স্বপ্নভঙ্গ, 14 বছর পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ABOUT THE AUTHOR

...view details