রাজকোট, 14 ফেব্রুয়ারি: চোট ও ব্যক্তিগত কারণে ভারতীয় দলের সঙ্গে নেই দুই সিনিয়র ক্রিকেটার কেএল রাহুল এবং বিরাট কোহলি ৷ তাঁদের বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ ৷ কিন্তু কাকে খেলানো হবে বৃহস্পতিবারের রাজকোট টেস্টে? এটাই এখন বড় প্রশ্ন টিম ম্যানেজমেন্টের সামনে ৷ বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক হয়েছে রজত পাতিদারের ৷ এবার তৃতীয় টেস্টও দু’টি নাম উঠে আসছে ৷ একজন মুম্বইয়ের সরফরাজ খান এবং দ্বিতীয়জন কেএল রাহুলের বদলি হিসেবে দলে আসা দেবদূত পাড়িক্কল ৷ তাঁদের মধ্যে একজন, না কি দু’জনেরই অভিষেক হবে? এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বড় প্রশ্ন ৷
উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেও ভারতীয় দলে সুযোগ হয়নি সরফরাজ খানের ৷ মুম্বইকর হয়েও ভারতীয় দলের প্রাথমিক স্কোয়াডে কোনওদিন ডাক পাননি ৷ অবশেষে দ্বিতীয় টেস্টের আগে প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ৷ কিন্তু, টেস্ট অভিষেক হয়নি তাঁর ৷ এবার সেই সুযোগ রয়েছে ৷ টপ-অর্ডারে বদলের সুযোগ নেই ৷ গত ম্যাতে টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তিনিও টেস্ট ক্রিকেটে একবছর হয়ে গিয়েছে সেঞ্চুরি পাননি ৷ তিন নম্বর শুভমন গিল গত ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গা আপাতত বাঁচিয়ে নিয়েছেন ৷
চারে শ্রেয়স আইয়ার নেই চোটের কারণে ৷ এই চার নম্বরের জন্যই এবার লড়াই চলছে ৷ এখানে কর্ণাটকের বাঁ-হাতি দেবদূত পাড়িক্কল না মুম্বইয়ের সরফরাজ খান, কাকে খেলানো হবে ? সেই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে ৷ সুযোগের হিসাব ধরে সরফরাজের পাল্লা ভারী ৷ আবার এমনও সম্ভাবনা প্রবল যে, দু’জনের একসঙ্গে টেস্ট অভিষেক হতে পারে ৷ সেক্ষেত্রে রজত পাতিদারকে একম্যাচ সুযোগ পেয়েই বাইরে বসতে হবে ৷ কিন্তু, সেটা কি করবেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা ?