অ্যান্টিগা, 22 জুন: টি-20 বিশ্বকাপের নক-আউটে প্রথম ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া ৷ সুপার এইটের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ ৷ এই ম্যাচ জিতলেই শেষ চারের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে ৷ যদিও অ্যান্টিগায় প্রায় 24% বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ফলে যেকোনও সময় ধারাস্নানে ভেসে যেতে পারে ম্যাচ ৷ টস জিতলেন রোহিত শর্মা ৷ স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ব্যাট করবে ইন্ডিয়া ৷
এখনও পর্যন্ত 13টি টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ ৷ 12টি ম্যাচ জিতেছে ভারত, একটি জিতেছে বাংলাদেশ ৷ ফলে এক্ষেত্রে ভারতের সাফল্যের হার প্রায় 95 শতাংশ ৷ ফলে সেই পরিসংখ্যানই আজ ধরে রাখতে হবে ভারতকে ৷
নক-আউট পর্বের আগে ভারতের সবচেয়ে চিন্তার জায়গা ছিল টিম কম্বিনেশন ৷ সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও এখনও বিরাট কোহলির ব্যাট কথা বলেনি ৷ এখনও পর্যন্ত দু’অঙ্কের রান আসেনি বিরাট-ব্যাটে ৷ যদিও নক-আউটে কোহলির অতীতের পরিসংখ্যানই ভরসা দিচ্ছে ভারতকে ৷ রোহিতের সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ অবশ্য শিবম দুবে ৷ যদিও আফগানিস্তান ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে ভারত ৷ দুবেকে রেখেই টিম নামানো করা হয়েছে ৷
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তানজিম হাসান শাকিব, মুস্তাফিজুর রহমান