কানপুর, 30 সেপ্টেম্বর: বৃষ্টিস্নাত গ্রিনপার্কে সূর্যোদয় ৷ দ্বিতীয় দিনে বন্ধ হয়ে যাওয়ার পর ফের চতুর্থদিন শুরু হল খেলা ৷ শুরুতেই ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস ৷ দুরন্ত বলে মুশিকে তুলে নেন জসপ্রীত বুমরা ৷ লিটন দাসকে ফেরান মহম্মদ সিরাজ ৷ পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে 233 রানে থেমে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷
যদিও প্রথমদিন যেখানে ম্যাচটা খেলে গিয়েছিলেন, চতুর্থদিনে সেখান থেকেই শুরু করেছেন মোমিনূল হক ৷ ইতিমধ্যেই শতরান পেরিয়ে গিয়েছেন টাইগারদের বাঁ-হাতি ব্যাটার ৷ দু’শো পেরিয়েছে বাংলাদেশের স্কোরও ৷ মধ্যহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের স্কোর 6 উইকেট হারিয়ে 205 রান ৷ কিন্তু তারপর ইনিংসকে বেশি এগিয়ে নিয়ে যেতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা ৷ 107 রানের অপরাজিত থাকেন মোমিনূল ৷ বুমরা 3টি, সিরাজ, অশ্বিন ও আকাশদীপ 2টি করে উইকেট নেন ৷ একটি উইকেট পান রবীন্দ্র জাদেজা ৷ টেস্ট 300 উইকেট নেওয়ার নজির গড়লেন জাড্ডু ৷