পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চারে রোহিত, নামলেন না কোহলি ! ‘লিটমাস’ টেস্টের আগে ধোঁয়াশা ফর্মেশনে - INDIA VS AUSTRALIA PM XI

দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে নামবেন শর্মা ? গা-ঘামানো ম্যাচে রোহিত চারে নামতেই প্রশ্ন উঠে গিয়েছে তাঁর জায়গা নিয়ে ৷

india-vs-australia-pm-xi
‘লিটমাস’ টেস্টের আগে ধোঁয়াশা ফর্মেশনে (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 1, 2024, 5:17 PM IST

Updated : Dec 1, 2024, 5:23 PM IST

অ্যাডিলেড, 1 ডিসেম্বর: ওপেনিং করলেন জশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ৷ চার নম্বরে নামলেন রোহিত শর্মা ৷ ছুটি কাটিয়ে গা-ঘামানো ম্যাচে অধিনায়ক করলেন 3 রান ৷ ব্যাট করতে এলেন না বিরাট কোহলি ৷ বল হাতে দেখা গেল না পারথ টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো জসপ্রীত বুমরাকে ৷ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ভারতের গা-ঘামানো ম্যাচে একাধিক ঘটনার মধ্যেও চিন্তার রোহিতের ফর্ম ৷

2020 সালে অ্যাডিলেডে 36 রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত ৷ সেসময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি ৷ দলে ছিলেন না রোহিত শর্মা ৷ চারবছর পর পরিস্থিতি বদলেছে ৷ পারথে প্রথম ম্যাচেই অজিদের উড়িয়ে দিয়েছে ভারত ৷ যদিও ওই ম্যাচে খেলেননি রোহিত ৷ বদলে ওপেনিং করতে নামা জশস্বী-রাহুলের জুটি ক্লিক করে গিয়েছে ৷ ফলে এদিন ফর্ম হাতড়ে বেড়ানো রোহিত চারে নামতেই প্রশ্ন উঠে গিয়েছে তাঁর জায়গা নিয়ে ৷ তবে কী দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে নামবেন শর্মা ?

অ্যাডিলেডে লজ্জার ইতিহাসের ফলে এই ম্যাচ কার্যত ‘লিটমাস’ টেস্ট ভারতের কাছে ৷ তারমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে গেলে ভারতের সামনে জেতা ছাড়া কোনও রাস্তা নেই ৷ গোলাপি বলের টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত ৷ জয়সওয়াল-রাহুল-শুভমনের খেলা ভরসা দিলেও হতাশ করলেন রোহিত ৷

অন্যদিকে, এদিন ব্যাট করতেই এলেন না বিরাট কোহলি ৷ গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে কোহলিকে দেখতে মাঠে এসেছিলেন বহু সমর্থক ৷ তাঁরা নিরাশ হলেন ৷ একইভাবে বল করলেন না জসপ্রীত বুমরাও ৷ মানুকা ওভালে এদিন প্রথমে ব্যাট করে প্রধানমন্ত্রী একাদশ করে 240 রান ৷ 6 উইকেটে ম্যাচ জেতে ভারত ৷ অর্ধ-শতরান করেন চোট সারিয়ে ফেরা শুভমন গিল ৷

আরও পড়ুন

Last Updated : Dec 1, 2024, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details