অ্যাডিলেড, 1 ডিসেম্বর: ওপেনিং করলেন জশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ৷ চার নম্বরে নামলেন রোহিত শর্মা ৷ ছুটি কাটিয়ে গা-ঘামানো ম্যাচে অধিনায়ক করলেন 3 রান ৷ ব্যাট করতে এলেন না বিরাট কোহলি ৷ বল হাতে দেখা গেল না পারথ টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো জসপ্রীত বুমরাকে ৷ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ভারতের গা-ঘামানো ম্যাচে একাধিক ঘটনার মধ্যেও চিন্তার রোহিতের ফর্ম ৷
2020 সালে অ্যাডিলেডে 36 রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত ৷ সেসময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি ৷ দলে ছিলেন না রোহিত শর্মা ৷ চারবছর পর পরিস্থিতি বদলেছে ৷ পারথে প্রথম ম্যাচেই অজিদের উড়িয়ে দিয়েছে ভারত ৷ যদিও ওই ম্যাচে খেলেননি রোহিত ৷ বদলে ওপেনিং করতে নামা জশস্বী-রাহুলের জুটি ক্লিক করে গিয়েছে ৷ ফলে এদিন ফর্ম হাতড়ে বেড়ানো রোহিত চারে নামতেই প্রশ্ন উঠে গিয়েছে তাঁর জায়গা নিয়ে ৷ তবে কী দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে নামবেন শর্মা ?