পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপে সেমির আশা ক্ষীণ ভারতের

গ্রুপের শেষ ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-20 বিশ্বকাপে সেমির আশা ক্ষীণ হল ভারতের ৷ অস্ট্রেলিয়ার 151 রানের জবাবে ভারত থামল 142 রানে ৷

WOMENS T20 WORLD CUP 2024
অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 13, 2024, 11:05 PM IST

শারজা, 13 অক্টোবর: জিতলে সেমিফাইনাল যে পাকা ছিল তেমনটা নয় ৷ তবে শেষ চারের পথে অনেকটা এগিয়ে যাওয়া যেত ৷ কিন্তু শারজায় রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া আতঙ্ক কাটিয়ে উঠতে ব্যর্থ ভারতের মেয়েরা ৷ এর আগে মহিলাদের টি-20 বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে একবারও ক্য়াঙারু ব্রিগেডকে হারাতে পারেনি ভারতীয় দল ৷ রবিবারও বদলাল না চিত্রটা ৷ গ্রুপের শেষ ম্য়াচে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে 9 রানে হেরে সেমির আশা ক্ষীণ হল ভারতের ৷ 152 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 142 রানে শেষ ভারতের ইনিংস ৷

শারজায় এদিন টসভাগ্য সঙ্গ দেয় অজি অধিনায়িকা তাহিলা ম্য়াকগ্রাথকে ৷ ওপেনার বেথ মুনি এবং জর্জিয়া ওয়ারেহাম ব্যর্থ হলেও আরেক ওপেনার গ্রেস হ্য়ারিস করেন 40 রান ৷ এছাড়া অধিনায়িকা ম্য়াকগ্রাথ ও এলিস পেরির 32 রানে ভর করে 20 ওভারে আট উইকেটে 151 রান তোলে অজিরা ৷ শেষদিকে লিচফিল্ডের ব্যাট থেকে আসে 9 বলে ঝোড়ো 15 রান ৷ যথাসাধ্য চেষ্টা করেও অজিদের দেড়শোর মধ্যে আটকাতে পারেননি ভারতীয় বোলাররা ৷ 24 রানে দুই উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার রেণুকা সিং ৷ দু'টি উইকেট নেন দীপ্তি শর্মাও ৷

জবাবে শেফালি বর্মা (13 বলে 20) দারুণ শুরু করলেও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ চতুর্থ উইকেটে অধিনায়িকা হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মার 63 রানের জুটি সত্ত্বেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্য়াচে নিজেদের হাতে রাখে অজিরা ৷ 25 বলে 29 রান করে আউট হন শর্মা ৷ অর্ধশতরান পূর্ণ করে রানে 54 রানে (47 বল) অপরাজিত থাকেন হরমনপ্রীত ৷ তবু হার এড়াতে পারেনি ভারত ৷ শেষ ওভারে ভারতের 14 রান প্রয়োজন থাকলেও তা হয়নি ৷

অন্তিম ওভারে চার উইকেট হারায় ভারত ৷ 20 ওভারে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 142 রানে থামে ভারতের ইনিংস ৷ সোমবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের উপর নির্ভর করছে ভারতের সেমি ভাগ্য ৷ কিউয়িরা জিতলে ছিটকে যাবে ভারত ৷ তবে পাকিস্তান জিতলে রানরেটের নিরিখে ভারতের শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details