ETV Bharat / sports

নিরাশ করলেন অর্জুন, ব্লিৎজেও সেরা হয়ে কলকাতায় 'ডাবল ডিলাইট' কার্লসেনের - TATA STEEL CHESS INDIA

কার্লসেনকে হারিয়েও খেতাব অধরা রয়ে গেল ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির ৷ 2019 সালের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের জোড়া খেতাব নরওয়ে কিংবদন্তির ৷

MAGNUS CARLSEN WINS BLITZ TITLE
জোড়া খেতাব হাতে কার্লসেন (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 18, 2024, 7:32 AM IST

কলকাতা, 18 নভেম্বর: পাঁচবছর পর কলকাতায় খেলতে এসে পাঁচবছর আগের পুনরাবৃত্তি ঘটালেন ম্য়াগনাস কার্লসেন ৷ ব়্যাপিডের পর টাটা স্টিল চেজ ইন্ডিয়ার ব্লিৎজ বিভাগেও খেতাব জিতে নিলেন নরওয়ে কিংবদন্তি ৷ ব্লিৎজে খেতাব জয়ের পথে 13 পয়েন্ট সংগ্রহ করলেন পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন ৷ আধ পয়েন্টে এগিয়ে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে ছাপিয়ে এগিয়ে যেতে ব্যর্থ অন্যান্যরা ৷ এদিকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে এসে ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির প্রশংসা বিশ্বনাথন আনন্দের গলায় ৷

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এদিন বলেন, "কার্লসেন ব্লিৎজে খুবই ভাল। এটা তাঁর নিজের বিভাগ। কিন্তু ব়্যাপিডেও যে প্রাধান্য তিনি দেখালেন, তা অনবদ্য। তবে এখানেই আমি অর্জুনকে কৃতিত্ব দেব। তবে সেটা শুধু কার্লসেনকে হারানোর জন্য নয়। আমার মনে হয় ওর শেষের দিকটা খুবই হতাশাজনক। এই আসরে প্রজ্ঞানন্দর চেয়ে প্রথম হওয়ার লড়াইতে বেশি ছিল অর্জুন ৷" আসলে কার্লসেনকে হারিয়ে খেতাব জয়ের সুযোগ ছিল বছর একুশের অর্জুনের সামনে ৷ কিন্তু শেষদিকে টানা তিনটি গেম পরাজিত হন তিনি ৷

সে যাইহোক কলকাতার বুকে আন্তর্জাতিক মানের এরকম একটি দাবা প্রতিযোগিতার ক্রমবর্ধমান জনপ্রিয়তা আশ্বস্ত করেছে আনন্দকে ৷ তিনি বলেন, "প্রতিযোগিতা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই বছর তো স্পষ্টতই ভারতীয়দের অংশগ্রহণ খুবই ভাল হয়েছে ৷ স্ট্যান্ডিং দেখে বোঝা না-গেলেও ভারতীয়রা বেশ ভাল খেলেছে।" ব্লিৎজে 11.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ফিলিপিনো-আমেরিকান গ্র্যান্ডমাস্টার ওয়েসলে সো ৷ এক পয়েন্ট কম সংগ্রহ করে তৃতীয়স্থানে শেষ করেন অর্জুন ৷ তাঁর টানা গেম হারের সুযোগে দ্বিতীয়স্থানে উঠে আসেন সো ৷ এদিকে এক রাউন্ড বাকি থাকতেই খেতাব নিশ্চিত করেন কার্লসেন ৷

শেষদিন কার্লসেন প্রথম খেলায় জয়ী হন এসএল নারায়ণনের বিপক্ষে। তারপর টানা পাঁচটি ড্র করেন প্রজ্ঞানন্দ, সো, নদিরবেক, কেমার ও সারিনের বিরুদ্ধে। এরপরেও নরওয়ের তারকা দাবাড়ু নিজের শীর্ষস্থান ধরে রাখেন। ব্লিৎজে প্রথমদিনের শেষে দ্বিতীয়স্থানে থাকা প্রজ্ঞানন্দ 9.5 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান পেয়েছেন। শেষদিনে তিনি মাত্র 3.5 পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে মহিলাদের বিভাগে রাশিয়ার জয়জয়কার ৷ 11.5 পয়েন্ট নিয়ে খেতাব জিতেছেন সেদেশের কাটেরিনা লাগনো ৷ দ্বিতীয় ও তৃতীয়স্থানও পেয়েছেন যথাক্রমে রাশিয়ারই ভ্যালেন্টিনা গুনিনা ও ব়্যাপিডে খেতাবজয়ী আলেকজান্দ্রা গোরিয়াচকিনা ৷

আরও পড়ুন:

কলকাতা, 18 নভেম্বর: পাঁচবছর পর কলকাতায় খেলতে এসে পাঁচবছর আগের পুনরাবৃত্তি ঘটালেন ম্য়াগনাস কার্লসেন ৷ ব়্যাপিডের পর টাটা স্টিল চেজ ইন্ডিয়ার ব্লিৎজ বিভাগেও খেতাব জিতে নিলেন নরওয়ে কিংবদন্তি ৷ ব্লিৎজে খেতাব জয়ের পথে 13 পয়েন্ট সংগ্রহ করলেন পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন ৷ আধ পয়েন্টে এগিয়ে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে ছাপিয়ে এগিয়ে যেতে ব্যর্থ অন্যান্যরা ৷ এদিকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে এসে ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির প্রশংসা বিশ্বনাথন আনন্দের গলায় ৷

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এদিন বলেন, "কার্লসেন ব্লিৎজে খুবই ভাল। এটা তাঁর নিজের বিভাগ। কিন্তু ব়্যাপিডেও যে প্রাধান্য তিনি দেখালেন, তা অনবদ্য। তবে এখানেই আমি অর্জুনকে কৃতিত্ব দেব। তবে সেটা শুধু কার্লসেনকে হারানোর জন্য নয়। আমার মনে হয় ওর শেষের দিকটা খুবই হতাশাজনক। এই আসরে প্রজ্ঞানন্দর চেয়ে প্রথম হওয়ার লড়াইতে বেশি ছিল অর্জুন ৷" আসলে কার্লসেনকে হারিয়ে খেতাব জয়ের সুযোগ ছিল বছর একুশের অর্জুনের সামনে ৷ কিন্তু শেষদিকে টানা তিনটি গেম পরাজিত হন তিনি ৷

সে যাইহোক কলকাতার বুকে আন্তর্জাতিক মানের এরকম একটি দাবা প্রতিযোগিতার ক্রমবর্ধমান জনপ্রিয়তা আশ্বস্ত করেছে আনন্দকে ৷ তিনি বলেন, "প্রতিযোগিতা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই বছর তো স্পষ্টতই ভারতীয়দের অংশগ্রহণ খুবই ভাল হয়েছে ৷ স্ট্যান্ডিং দেখে বোঝা না-গেলেও ভারতীয়রা বেশ ভাল খেলেছে।" ব্লিৎজে 11.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ফিলিপিনো-আমেরিকান গ্র্যান্ডমাস্টার ওয়েসলে সো ৷ এক পয়েন্ট কম সংগ্রহ করে তৃতীয়স্থানে শেষ করেন অর্জুন ৷ তাঁর টানা গেম হারের সুযোগে দ্বিতীয়স্থানে উঠে আসেন সো ৷ এদিকে এক রাউন্ড বাকি থাকতেই খেতাব নিশ্চিত করেন কার্লসেন ৷

শেষদিন কার্লসেন প্রথম খেলায় জয়ী হন এসএল নারায়ণনের বিপক্ষে। তারপর টানা পাঁচটি ড্র করেন প্রজ্ঞানন্দ, সো, নদিরবেক, কেমার ও সারিনের বিরুদ্ধে। এরপরেও নরওয়ের তারকা দাবাড়ু নিজের শীর্ষস্থান ধরে রাখেন। ব্লিৎজে প্রথমদিনের শেষে দ্বিতীয়স্থানে থাকা প্রজ্ঞানন্দ 9.5 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান পেয়েছেন। শেষদিনে তিনি মাত্র 3.5 পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে মহিলাদের বিভাগে রাশিয়ার জয়জয়কার ৷ 11.5 পয়েন্ট নিয়ে খেতাব জিতেছেন সেদেশের কাটেরিনা লাগনো ৷ দ্বিতীয় ও তৃতীয়স্থানও পেয়েছেন যথাক্রমে রাশিয়ারই ভ্যালেন্টিনা গুনিনা ও ব়্যাপিডে খেতাবজয়ী আলেকজান্দ্রা গোরিয়াচকিনা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.