ব্রিসবেন, 18 ডিসেম্বর:দুরন্ত ভারতের পেসার ত্রয়ী ৷ পঞ্চমদিন 89 রানে 7 উইকেট হারিয়ে ডিক্লেয়ার করেছে অস্ট্রেলিয়া ৷ ফলে বৃষ্টিবিঘ্নিত টেস্টে ভারতের সামনে টার্গেট এসে দাঁড়িয়েছে 275, হাতে 54 ওভার ৷ বৃষ্টি না-হলে তৃতীয় টেস্ট পকেটে পুরতে অল-আউট ঝাঁপিয়েছে দু’দলই ৷
তৃতীয় ও চতুর্থদিন গাব্বায় চলেছে ইন্দ্রদেবের শাসন ৷ শেষ দু'দিন মিলিয়ে 90 ওভার খেলা সম্ভবপর হয়নি ৷ ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের শতরানে প্রথম ইনিংসে 445 রান তোলা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপকে দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরা, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ ৷ প্রথম ইনিংসের দৌলতে 275 রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছে 'ব্যাগি গ্রিন' বাহিনী ৷