বার্বাডোজ, 2 জুলাই:ক্রমেই শক্তি বাড়াচ্ছে হারিকেন ঝড় 'বেরিল'। ইতিমধ্যেই অতি শক্তিশালী রূপ ধারণ করেছে। ঝড়ের দাপটে বন্ধ ক্যারিবিয়ান দ্বীপের বিমানবন্দর। ফলে এখনই ঘরে ফেরা হচ্ছে না রোহিত-কোহলিদের। আগে প্রশাসন জানিয়েছিল, সোমবার বিকালের আগে বিমান চলাচল শুরুর সম্ভাবনা কম। তবে এখন যা পরিস্থিতি তাতে মঙ্গলবারের পরেও বিমানবন্দর বন্ধ থাকতে পারে। তাঁরা কখন ফিরবেন তা নিয়ে জানিয়ে দিলেন বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি ৷
মঙ্গলবার সকালে (ভারতীয় সময় অনুয়ায়ী) মিয়া মোটলি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আমরা চেষ্টা করে যাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক করার ৷ আমি আক্ষরিক অর্থে বিমানবন্দর কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি ৷ তাঁরাও অবিরাম চেষ্টা করে চলেছেন ৷ বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ এমন অনেক যাত্রীই রয়েছেন যাঁরা গতকাল রাতে, আজ বা আগামিকাল চলে যাওয়ার কথা ৷ আমরা নিশ্চিত করছি, ওই যাত্রীদের সুবিধা দিতে পারব ৷ তাই আশা করব, আগামী 6 থেকে 12 ঘণ্টার মধ্যে বিমানবন্দর খুলে দেওয়া হবে ৷"