পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, ঘোষিত 15 সদস্যের ভারতীয় দল - Indian Squad for T20 WC

Indian Squad for T20 WC: আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত হয়ে গেল ভারতীয় দল ৷ দলে সুযোগ পেলেন হার্দিক পান্ডিয়া ৷ রোহিতের ডেপুটি হিসেবে প্রতিযোগিতায় দায়িত্ব সামলাবেন তিনি ৷ রিঙ্কু সিং, শভমন গিল-সহ চার রিজার্ভ ক্রিকেটারের নাম-ও ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 3:59 PM IST

Updated : Apr 30, 2024, 5:55 PM IST

মুম্বই, 30 এপ্রিল: জয় শাহের সঙ্গে সাক্ষাতের পরই আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিটি ৷ বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সুযোগ পেলেন হার্দিক পান্ডিয়া, যাঁকে নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছিল আচমকাই ৷ তবে সব উৎকণ্ঠা সরিয়ে কেবল বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াই নয়, ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায় আইসিসি'র ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্টে রোহিতের ডেপুটি হিসেবে কাজ করবেন বরোদা অলরাউন্ডার ৷

ডেডলাইন আগামিকাল অর্থাৎ 1মে ৷ তবে শেষদিনের অপেক্ষায় না-থেকে মঙ্গলবারই দল ঘোষণা করে দিল বিসিসিআই ৷ যদিও এদিন বিশ্বকাপের দল ঘোষণার আগে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে আমেদাবাদে বৈঠক সারেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর ৷ সেখানে বিশ্বকাপের দলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কিংবা তাঁর ভূমিকা নিয়ে আলোচনার পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষিত হয় ৷

স্কোয়াডে দুই উইকেটরক্ষক কে হবেন, সে দিকেও নজর ছিল অনুরাগীদের ৷ ঘোষণার পর দেখা গেল কেএল রাহুলকে সরিয়ে নির্বাচকদের আস্থাভাজন হয়েছেন চোট সারিয়ে সবে সবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা ঋষভ পন্ত এবং চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন ৷ শুভমন গিলের স্কোয়াডে জায়গা হবে কি না, তা নিয়েও চর্চা চলেছিল বিস্তর ৷ পঞ্জাব ব্যাটার রিজার্ভ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায় যাবেন দলের সঙ্গে ৷ গিল ছাড়াও রিজার্ভ হিসেবে আরও তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বোর্ড ৷ তালিকায় রয়েছেন নাইটদের ব্যাটিং সেনসেশন রিঙ্কু সিং, দিল্লি ক্যাপিটালস পেসার খলিল আহমেদ এবং রাজস্থান রয়্যালস পেসার আবেশ খান ৷

উল্লেখযোগ্যভাবে স্কোয়াডে রয়েছেন চার স্পিনার ৷ মার্কিন মুলুক এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মন্থর পিচের কথা ভেবে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের সঙ্গে রাখা হয়েছে অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে ৷ জসপ্রীত বুমরার নেতৃত্বে পেস বিভাগে দলে সুযোগ হয়েছে আর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজের ৷

আগামী 5 জুন আইরিশদের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম চ্যালেঞ্জ নিউইয়র্কে ৷ এরপর নিউইয়র্কেই নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথ ৷

একনজরে ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ৷

রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ স্কোয়াডে পান্ডিয়ার ভবিষ্যৎ কী? ঠিক করতে শাহ-সাক্ষাতে আগরকর
  2. ব্যাট হাতে সল্টের 'দাদাগিরি'তে ইডেনে গো-হারা সৌরভের দিল্লি
Last Updated : Apr 30, 2024, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details