প্যারিস, 2 অগস্ট: বৃহস্পতিবারের ব্যর্থতা শুক্রবার শুধরে নিচ্ছে ভারত ৷ শুটিং, আর্চারির পর এবার হকি’তে মাঠ মাতাল ভারত ৷ ‘হরমনপ্রীত অ্যান্ড কোং’য়ের জাদুতে উড়ে গেল অস্ট্রেলিয়া ৷ 52 বছর বাদে অলিম্পিক্সের মঞ্চে অজি’দের হারাল টিম ইন্ডিয়া ৷ শেষবার 1972 মিউনিখ অলিম্পিক্সকে ক্যাঙারু বাহিনীকে হারিয়েছিল ভারত ৷ এদিন নিয়মরক্ষার ম্যাচে অজিদের 3-1 গোলে হারাল ভারত ৷ গোল করেন অভিষেক ৷ দু’টি গোল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের ৷
52 বছর বাদে অজি ‘বধ’, দুরন্ত ‘হরমনপ্রীত অ্যান্ড কোং’ - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024
INDIA BEATS AUSTRALIA IN HOCKEY: কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে ৷ শুক্রবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শক্তি যাচাইয়ের পরীক্ষা ছিল ভারতীয় হকির ৷ সফলভাবে তা উৎরে গেল টিম ইন্ডিয়া ৷
Published : Aug 2, 2024, 6:26 PM IST
|Updated : Aug 2, 2024, 7:32 PM IST
ইজরায়েলি হামলার পর 1972 অলিম্পিক্সে অপেক্ষাকৃত তরুণ দল পাঠায় ভারত ৷ দলে ছিলেন হরমিক সিং, পেরুমল কৃষ্ণামূর্তির মতো সিনিয়ল খেলোয়াড়কে ৷ ফলে ব্রোঞ্জ জিতে শেষ হয় ভারতের অভিযান ৷ সেবারের পর অলিম্পিক্সের মঞ্চে আর অজিদের হারাতে পারেনি ভারত ৷ এদিন সেই কৃতিত্ব গড়লেন গতবারের ব্রোঞ্জজয়ীরা ৷ একই সঙ্গে টার্ফ আসার পর প্রথমবার অলিম্পিক্সে অস্ট্রেলিয়াকে হারাল ভারত ৷
প্রসঙ্গত, ঘাসের মাঠে হকিকে কার্যত অপ্রতিরোধ্য ছিল ভারত ৷ 1928 থেকে 1956 অলিম্পিক্স পর্যন্ত সোনা ছিল দেশের দখলে ৷ 1960 অলিম্পিক্সে গিয়ে সেই সোনার দৌড় শেষ হয় ৷ তারপর টার্ফের প্রচলন হওয়ার পর শুরু হয় ইউরোপীয়ান দলগুলির আধিপত্য ৷ এদিন সেখানেই ইতি টানল ভারত ৷ শেষ ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত ৷ গতবারের সোনাজয়ীদের কাছে এগিয়ে থেকেও হারতে হয়েছিল 'মেন ইন ব্লু'কে ৷ সেই ভুল এদিন শুধরে নিলেন হরমনপ্রীতরা ৷ 4 অগস্ট কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে ভারতীয় দল ৷