হুলুনবুইর (চিন), 14 সেপ্টেম্বর: এশিয়ান চ্য়াম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারা অব্যাহত ভারতীয় হকি দলের ৷ রাউন্ড-রবিন পর্বে প্রথম চার ম্য়াচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের ৷ শনিবার রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ৷ 'ক্ল্যাশ অফ টাইটানস'-এ পিছিয়ে পড়েও বাজিমাত করল ভারত ৷ পাকিস্তানকে ভারত হারাল 2-1 গোলে ৷
বর্তমান ব়্য়াংকিংয়ে ভারতের তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও ভারত-পাক দ্বৈরথ সবসময়ই আলাদা মাত্রা বহন করে ৷ চিনের মাটিতেও এদিন অন্যথা হল না ৷ বিগত ম্যাচগুলিতে দাপটের সঙ্গে জিতলেও পাকিস্তানের বিরুদ্ধে এদিন শুরুতে পিছিয়ে পড়ে হরমনপ্রীত ব্রিগেড ৷ ম্যাচের 8 মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় দু'বারের চ্যাম্পিয়ন পাকিস্তান ৷ যদিও সেই গোল ফেরৎ দিতে খুব বেশি সময় নেয়নি ভারত ৷