সিডনি, 3 জানুয়ারি:বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে তো বটেই, সর্বোপরি ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে থাকতে সিডনিতে জয় আবশ্যক ভারতীয় দলের ৷ অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না, জল্পনার জেরে সিরিজের অন্তিম টেস্ট আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল আগে থেকেই ৷ খারাপ ফর্মের কারণে শেষমেশ রোহিত শর্মা নিজেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিলেন বটে ৷ কিন্তু হিটম্যানকে 'বাদ' রেখে ভারতীয় ব্যাটিং সফল হল কই? সিডনিতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র 185 রানে ৷
রোহিতের অনুপস্থিতিতে টস জিতে পিঙ্ক টেস্টে এদিন প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ কিন্তু অজি বোলারদের সামনে ফের ডাহা ফেল টপ-অর্ডার ৷ রোহিতের পরিবর্তে ওপেনে ফিরে ব্যর্থ কেএল রাহুল (4) ৷ একাদশে ফিরে শুভমন গিলের অবদান 20 রান ৷ 17 রানে ফের স্লিপে ধরা পড়লেন বিরাট কোহলি ৷ 72 রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে কিছুটা ভরসা দেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা জুটি ৷ পঞ্চম উইকেটে যোগ হয় 48 রান ৷ ব্যস, ভারতীয় ব্যাটিংয়ের নির্যাস বলতে ওইটুকুই ৷