কলকাতা, 6 জুন:60 হাজার সুনীল ছেত্রী থাকবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলারের বুট তুলে রাখার মুহূর্তকে স্মরণীয় করতে অভিনব পরিকল্পনা সাজিয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। আজ, বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে খেলতে নামছে ভারত। জিততে পারলে প্রথমবার প্রাক বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর কৃতিত্ব দেখাবে ব্লু টাইগার্সরা। এই ম্যাচটি দেশের হয়ে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ।
60 হাজার 'সুনীল' আজ যুবভারতীতে, 'পোস্টার বয়'-এর বিদায়বেলায় কী কী আয়োজন? - Sunil Chhetri Retirement
Sunil Chhetri's Last International Match: বৃহস্পতির যুবভারতী আজ একেবারে আলাদা ৷ যত না আজ প্রাক বিশ্বকাপের ম্যাচ নিয়ে উত্তেজনা রয়েছে তার থেকে বেশি আবেগ সুনীল ছেত্রীর শেষ ম্যাচ নিয়ে ৷ ভারতীয় ফুটবলের 'পোস্টার বয়'-এর শেষ আন্তর্জাতিক ম্যাচে অভিনব পরিকল্পনা সাজিয়েছে আইএফএ ৷ কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দেখে নেওয়া যাক ৷
Published : Jun 6, 2024, 8:28 AM IST
|Updated : Jun 6, 2024, 9:07 AM IST
150 ম্যাচে 94 গোলের মালিককে বিদায় সংবর্ধনা দিতে ফুটবলাররা বিরাট সংখ্যায় উপস্থিত হতে চলেছেন। টিকিট নিঃশেষিত। ফলে এই খেলার পরে বিরাট মঞ্চে সুনীলকে বিদায় সংবর্ধনায় আইএফএ অভিনব পরিকল্পনা সাজিয়েছে।
- 60 হাজার সুনীল ছেত্রীর মুখোশ দর্শকদের জন্য থাকবে। তাঁরা খেলার পরে তা পরবেন। যাতে স্টেডিয়াম সুনীলময় হয়ে ওঠে।
- গলফ-কার্টে করে ঘোরানোর পরিকল্পনা রয়েছে। যাতে দর্শকরা খুব কাছ থেকে কিংবদন্তি ফুটবলারকে দেশের জার্সিতে শেষবারের মতো দেখতে পান।
- ড্রোনের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হবে।
- এছাড়াও একটি হাতে আঁকা প্রতিকৃতি সুনীলের হাতে আইএফএর পক্ষ থেকে তুলে দেওয়া হবে। দেওয়া হবে মেমেন্টো।
- শুধু আইএফএ নয়, রাজ্য সরকারও সুনীলকে আজ সম্বর্ধনা জানাবে।
- সম্বর্ধনার ডালি নিয়ে হাজির ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ক্লাব ফুটবলে বর্তমানে বেঙ্গালুরু এফসির হয়ে খেললেও সুনীলের ফুটবল যাত্রা শুরু হয়েছিল কলকাতা ময়দান থেকে। মোহনবাগান তাঁর প্রথম ক্লাব।
- প্রথম কোচ সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্যের জামাই সুনীল। মোহনবাগান তাই সুনীলকে সম্বর্ধনা জানানোর পরিকল্পনা সাজিয়েছে।
- ইস্টবেঙ্গলও সম্বর্ধনা দিতে চলেছে। কারণ লাল-হলুদ জার্সিতেও সুনীল একইরকম উজ্জ্বল।
- সেনাবাহিনীর তরফেও সুনীলকে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকবে আইএফএ।
ইতিমধ্যে সুনীল ছেত্রীর বাবা, মা কলকাতায় চলে এসেছেন। তাঁরা মাঠে থাকবেন। মাঠে থাকবেন স্ত্রী থেকে অন্যান্য আত্মীয়-স্বজনরা। সুনীলের বিদায়ী ম্যাচ দেখতে চলে এসেছেন আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ারা। বিভিন্ন সময়ের সতীর্থরাও সুনীলের বিদায়ী ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ উপস্থিত থাকছেন ৷