অকল্যান্ড, 29 এপ্রিল: কেন উইলিয়ামসনের অধিনায়কত্বেই আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে নিউজিল্যান্ড ৷ সোমবার কিউয়িদের দলঘোষণার পর আসন্ন বিশ্বকাপে দলের অধিনায়কত্ব ইস্যু নিয়ে আর কোনও ধোঁয়াশা রইল না ৷ 15 সদস্যের দলঘোষণায় এদিন বিশেষ কোনও চমক না-থাকলেও ওপেনার ডেভন কনওয়েকে রেখেই ঘোষিত হল স্কোয়াড ৷ ফেব্রুয়ারিতে আঙুলের চোটের জেরে যিনি চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷
বোর্ডের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটার হিসেবে ষষ্ঠ এবং অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে ৷ তবে অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে 'প্রবীণ' টিম সাউদি-ই এদিন স্কোয়াড ঘোষণা করেন ৷ 15 জনের ঘোষিত স্কোয়াড মোটের উপর অভিজ্ঞ ৷ টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই এমন ক্রিকেটার বলতে স্কোয়াডে কেবল রাচিন রবীন্দ্র এবং ম্যাট হেনরি ৷
ফেব্রুয়ারিতে আঙুলে চোট পাওয়া কনওয়েকে স্কোয়াডে রাখা হলেও চোট এবং রিহ্যাবের কারণে আসন্ন বিশ্বকাপে অ্যাডাম মিলনে এবং কাইল জেমিসনকে পাচ্ছে না কিউয়িরা ৷ কোচ গ্যারি স্টিড স্কোয়াড বাছাই প্রসঙ্গে বলেন, "আমাদের আশা ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার সঙ্গে এই স্কোয়াড সহজেই মানিয়ে নেবে ৷" একইসঙ্গে ম্যাট হেনরি এবং রাচিন রবীন্দ্রকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পেরে উচ্ছ্বসিত তিনি ৷