হায়দরাবাদ, 10 ডিসেম্বর: আইপিএল 2025 শুরু হতে বাকি আর মাত্র তিন মাস ৷ তার আগেই ক্রিকেট লিগকে নিষিদ্ধ ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আইসিসি চেয়ারম্যাচ পদে জয় শাহ বসার পর এটিই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার অন্যতম বড় পদক্ষেপ ৷ জানা গিয়েছে, আইসিসি’র একাধিক নিয়ম ভাঙার জন্য এই ক্রিকেট লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷
ক্রিকবাজের প্রতিবেদন অনুযাযী, একটি চিঠিতে আইসিসি ভবিষ্যতের সংস্করণের জন্য লিগটিকে অনুমোদন না-দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। চিঠিতে মূলত প্লেইং ইলেভেনের নিয়ম না-মানার কথা বলা হয়েছে । বলা হয়েছে, অনেক সময় মাঠে 6-7 জন বিদেশি খেলোয়াড়কে একই দলের হয়ে খেলতে দেখা গেছে । যেখানে নিয়ম অনুযায়ী একটি দলে 7 জন স্থানীয় ও 4 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন ।
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) উপর ৷ এক বছর আগে, আইসিসি বিশ্বজুড়ে টি-20 এবং টি-10 লিগ অনুমোদনের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছিল । এরপর এটিই প্রথম ক্রিকেট লিগ যার ওপর নিষেধাজ্ঞা জারি করে বড় উদাহরণ তৈরি করল আইসিসি ।
|