পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারত-পাকিস্তান 23 ফেব্রুয়ারি, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা আইসিসি'র - CHAMPIONS TROPHY 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষিত ৷ আগামী 19 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আইসিসি'র এই টুর্নামেন্ট ৷ কোথায় খেলবে ভারতীয় দল?

CHAMPIONS TROPHY 2025
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক লড়াই (IANS)

By ETV Bharat Sports Team

Published : Dec 24, 2024, 6:01 PM IST

Updated : Dec 24, 2024, 7:11 PM IST

দুবাই, 24 ডিসেম্বর: পাকিস্তানের বাছাই করা সংযুক্ত আরব আমিরশাহীকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে মান্যতা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি ৷ আগামী 19 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আইসিসি'র এই টুর্নামেন্ট ৷ দুবাইয়ে আগামী 23 ফেব্রুয়ারি মহারণে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান ৷ ভারত-পাকিস্তান ম্য়াচ ছাড়াও ভারতের গ্রুপ পর্বের বাকি দু'টি ম্যাচও আয়োজন করবে দুবাই ৷ এছাড়া প্রথম সেমিফাইনালও খেলা হবে দুবাইয়ে ৷ সবমিলিয়ে মোট চারটি ম্য়াচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে ৷

ভারত যদি ফাইনালে পৌঁছয় সেক্ষেত্রেও মেগা ফাইনালও আয়োজন করবে দুবাই ৷ সূচি অনুযায়ী 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্য়াচ খেলবে রোহিত শর্মার ভারত ৷ গ্রুপ পর্বে ভারতের তৃতীয় ম্যাচ 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ চ্য়াম্পিয়ন্স ট্রফির অন্য়ান্য ম্য়াচগুলি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ৷ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ৷ ভারত টুর্নামেন্টের ফাইনালে না-পৌঁছলে সেক্ষেত্রে ফাইনালেরও আয়োজন করবে লাহোর ৷

2023 ক্রিকেট বিশ্বকাপের প্রথম আটটি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ গ্রুপ-এ'তে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ভারত ও আয়োজক পাকিস্তান ছাড়া রয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশে ৷ গ্রুপ-বি'তে রয়েছে ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ৷ জোড়া সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট 15টি ম্যাচ ৷ প্রতিযোগিতার যবনিকা পড়বে আগামী 9 মার্চ ৷ রিজার্ভ-ডে হিসেবে ধার্য করা হয়েছে 10 মার্চ দিনটিকে ৷

সংযুক্ত আরব আমিরশাহী যে নিরপেক্ষ ভেন্যু হতে চলেছে, তা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই ৷ সম্প্রতি সংবাদসংস্থা আইএএনএস'কে পাক ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর জানিয়েছিলেন মরুদেশকেই তাঁরা বেছে নিয়েছেন ৷ তবে আইসিসি'র সিলমোহরের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ এদিন সেই জল্পনায় পড়ল সিলমোহর ৷

একনজরে ভারতের ম্যাচ:

  • ভারত বনাম বাংলাদেশ: 20 ফেব্রুয়ারি (দুবাই)
  • ভারত বনাম পাকিস্তান: 23 ফেব্রুয়ারি (দুবাই)
  • ভারত বনাম নিউজিল্যান্ড: 2 মার্চ (দুবাই)

আরও পড়ুন:

Last Updated : Dec 24, 2024, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details