অ্যাডিলেড, 12 জানুয়ারি: দেশ-বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গ্য়ালারিতে ক্যাচ লুফলে অনুরাগীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সাধারণ ঘটনা ৷ কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয় পুরস্কারও ৷ কিন্তু এমন যদি হয় মাঠে বোলিং যিনি করছেন, তাঁর বলে হাঁকানো ছক্কা গ্যালারিতে তালুবন্দি করছেন বাবা ৷ তাহলে বিষয়টা মন্দ হয় না বৈকি ৷ এমনটাই ঘটল অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ বিগ ব্য়াশে ৷ আর ইন্টারনেটে সেই দৃশ্য বিগ ব্যাগ লিগের তরফে শেয়ার হতেই তা ভাইরাল ৷ এবার আসা যাক পুরো ঘটনায় ৷
শনিবার রাতে বিগ ব্য়াশে মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম ব্রিসবেন হিট ৷ অ্যাডিলেড ওভালে প্রায় 27 হাজার দর্শকের সঙ্গে খেলা দেখছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে আত্মপ্রকাশ করা লিয়াম হ্যাসকেটের বাবা লয়েড হ্যাসকেট ৷ অভিষেকে এদিন লিয়াম জোড়া উইকেট নেন বটে, কিন্তু যথেচ্ছ রান খরচ করেন বছর তেইশের বোলার ৷
লিয়ামের ব্য়ক্তিগত দ্বিতীয় ওভারে তৃতীয় বলে ব্রিসবেন হিটের ব্যাটার ন্যাথম ম্যাকসুইনি ডিপ মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে পাঠান ৷ স্ট্যান্ডে বসে ছেলের খেলা দেখা লয়েড বলের গতিপথ সঠিক অনুধাবন করে তা তালুবন্দি করেন ৷ প্রাথমিকভাবে দর্শকদের মধ্যে স্বাভাবিক উচ্ছ্বাসে বাড়তি কিছু মনে হয়নি ৷ কিন্তু পরবর্তীতে বিগ ব্যাশের তরফেই বিষয়টি খোলসা করা হয় ৷ তবে ছেলে ছক্কা হজম করায় লিয়ামের মা যে খুশি হতে পারেননি, তাও ধরা পড়ে ক্যামেরায় ৷ কমেন্ট্রি বক্সেও বেশ চর্চা চলে বিষয়টি নিয়ে ৷ সবমিলিয়ে এক বিরল মুহূর্তের সাক্ষী থাকে জনপ্রিয় লিগ ৷
No way!
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
Liam Haskett got hit for six by Nathan McSweeney. The guy in the crowd that caught the catch?
His DAD 😆 #BBL14 pic.twitter.com/qyVVGXNGxt
জানা গিয়েছে লিয়ামের বাবাও ছিলেন একজন ক্রীড়াবিদ ৷ 1988-97 ডব্লিউএএফএলে (ওয়েস্ট অস্ট্রেলিয়ান ফুটবল লিগ) 104টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি ৷ যা তাঁর ক্য়াচ তালুবন্দির পরিচায়ক ৷ মাঠে জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি একটি ক্য়াচ ধরেন লিয়ামও ৷ শেষমেশ ম্য়াচটিও জেতে তাঁর দল ৷ অ্যাডিলেড স্ট্রাইকার্সের 252 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 195 রানে অলআউট হয়ে যায় ব্রিসবেন ৷ 56 রানে ম্য়াচ জেতে স্ট্রাইকার্স ৷